জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় হাত কেটে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী! ঘটনা শুনে হাঁ নেটিজেনরা

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।

একাধিকবার চেষ্টা করেছেন হাত কাটার। একসময় মদের নেশায় চুর থাকতেন অভিনেত্রী পায়েল রোহত্যাগী। কঙ্গনা রানাউতের শো লোক আপে এসে এই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এরপরই ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।

পায়েল জানিয়েছেন গোটা ঘটনায় জড়িত ছিল প্রেম। ব্যক্তিগত জীবনে অশান্তি বেড়ে যাচ্ছিল। 48 ঘন্টা ধরে মদ খেতেন তিনি। ওষুধ চলছিল তাঁর কিন্তু মরে যেতে ইচ্ছে করতো নায়িকার।

নিজের জীবনের এই অন্ধকারময় অধ্যায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন নায়িকা। প্রেমিক সংগ্রাম সিংকে একথা জানিয়েছেন যে মা হতে পারবেন না তিনি। কারণ সন্তান জন্ম দিতে অক্ষম। গত চার-পাঁচ বছর ধরে চেষ্টা করেছেন সন্তানের জন্য। দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন এই জুটি।

কিছুদিন আগেই চলাকালীন নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সংগ্রাম। এও বলেছেন যে শো শেষ হলেই দুজন বিয়ে করবেন। পায়েলের পাশে দাঁড়াতে শোয়ে এসেছেন তিনি। অথচ নায়িকার ব্যক্তিগত জীবনে যে এত বড় ঝড় বয়ে গেছে তার আন্দাজ পায়নি অনুরাগীরা। অভিনেত্রী কঙ্গনা রানাউতের প্রথম থেকেই বিতর্কিত এবং আলোচনায় থেকেছে।

বিভিন্ন তারকার অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় এবং নিজেদের জীবনের গোপন তথ্য জানাচ্ছেন নিজের মুখে। আসলে নিয়ম অনুযায়ী বাদ পড়া থেকে বাঁচতে হলে প্রতিযোগিদের বলতে হয় জীবনের এমন কঠিন সত্য যা কেউ জানে না। অনেকেই একে বলছে পাবলিসিটি স্টান্ট। তবে হিট করে গেছে এই শো।

Piya Chanda

                 

You cannot copy content of this page