জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে এবার রূপোলি পর্দায় নতুন ইনিংস শুরু ইনফ্লুয়েন্সার প্রীতি সরকারের! ‘পরিণীতা’র হিন্দি রিমেকেই কি হবে তাঁর নতুন যাত্রা?

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আজকের প্রজন্মের জন্য নিজের প্রতিভা তুলে ধরার এক শক্তিশালী মঞ্চ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে একের পর এক ইনফ্লুয়েন্সার তৈরি হচ্ছেন, যাঁরা লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাঁদের সৃজনশীল কনটেন্টের মাধ্যমে। এই জনপ্রিয়তাই এখন অনেকের জীবনে খুলে দিচ্ছে নতুন সুযোগের দরজা।

এই মুহূর্তে সেই তালিকায় যুক্ত হলেন আরও এক পরিচিত মুখ—প্রীতি সরকার। সোশ্যাল মিডিয়ায় ‘Pretty she is’ নামে তাঁর একটি চ্যানেল রয়েছে, যেখানে প্রীতির হাসির ভিডিও ও সহজ সরল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট তৈরি করতে করতেই তিনি হয়ে উঠেছেন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। আর এবার সেই জনপ্রিয়তাই তাঁকে পৌঁছে দিয়েছে অভিনয়জগতের দোরগোড়ায়।

শোনা যাচ্ছে, প্রীতি এবার পা রাখতে চলেছেন বড় পর্দায়। বাংলা ছবি ‘পরিণীতা’-র হিন্দি রিমেক ‘জিদ্দি ইশক’-এ দেখা যাবে তাঁকে। ছবিতে তিনি অভিনয় করবেন এক ছাত্রীর চরিত্রে। যদিও এটি তাঁর অভিনয় জীবনের একদম শুরু, কিন্তু প্রীতির আত্মবিশ্বাস ও পর্দায় উপস্থিতির ঝলক ইতিমধ্যেই আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ায়।

নতুন জগতে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা হতে চলেছে প্রীতির জন্য। ডিজিটাল দুনিয়ার আলো থেকে সরাসরি ফিল্ম সেটে কাজের চাপ, চরিত্রের প্রস্তুতি এবং ক্যামেরার সামনে অভিনয়—সব মিলিয়ে এটি তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

তবে এখনো পর্যন্ত প্রীতি নিজে এই বিষয়ে মুখ খোলেননি। তাঁর ভক্তরা অপেক্ষা করছেন, কবে তিনি আনুষ্ঠানিকভাবে এই খবর জানাবেন। দর্শকরাও উৎসুক—‘Pretty she is’-এর প্রীতি এবার কেমনভাবে পর্দায় জায়গা করে নেন, সেটাই এখন দেখার

Piya Chanda