জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রাজ আমার একমাত্র গুরুদেব, ওঁকে ছাড়া এই জায়গায় পৌঁছানো অসম্ভব ছিল!” “রাজ ছাড়া শুভশ্রী কল্পনার বাইরে, আমি কৃতজ্ঞ!”— স্বামীর কাছেই জীবনের বড় শিক্ষা পেয়েছেন, পরিচালক রাজকেই তাই জীবনের পথপ্রদর্শক বললেন স্ত্রী শুভশ্রী!

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Ganguly) জীবনের প্রতিটি মুহূর্ত যেন ভালোবাসার রঙে রাঙানো। সোমবার অর্থাৎ আজ ৩ নভেম্বর, টলিউডের ‘লেডি সুপারস্টার’ পা দিলেন ৩৫ বছরে। এই বিশেষ দিনে স্বামী ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakroborty) তাঁর প্রতি ভালোবাসা প্রকাশে একটুও কার্পণ্য করলেন না। সমাজ মাধ্যমে রাজের পোস্ট করা একটি ছবিতে দেখা গেল, মজার ছলে শুভশ্রী রাজের আঙুলে কামড় বসাচ্ছেন। ছবির সঙ্গে রাজ লিখেছেন, “আমার জীবনের ভালোবাসায় তোমাকে জানাই শুভ জন্মদিনের। আমি এইভাবেই তোমাকে সারাজীবন ভালোবাসব।”

রাজ-শুভশ্রীর এই আদুরে মুহূর্ত দেখে ভক্তরা যেমন মুগ্ধ, তেমনি এই জুটির প্রেমের গভীরতাও আবারও ফুটে উঠেছে সবার সামনে। প্রসঙ্গত, ২০১৮ সালে রাজকীয়ভাবে বিবাহসূত্রে আবদ্ধ হন দু’জনে। এরপর একে একে তাঁদের জীবনে এসেছে দুই সন্তান— ২০২০ সালে ইউভান ও ২০২৩ সালে ইয়ালিনি। সংসার, সন্তান আর কাজের মাঝে আজও তাঁরা প্রেমিক যুগলের মতোই স্বতঃস্ফূর্ত। এক সাক্ষাৎকারে রাজকে বলে শোনা গিয়েছিল, তিনি সবার আগে একজন ভালো স্বামী এবং ভালো বাবা হতে চান।

তাঁর কথায়, তিনি ভালো বর হতে চান। পরিবার এবং স্ত্রীকেই নিজের অধিক সময় তিনি দিতে চেষ্টা করেন সব সময়। অন্যদিকে, শুভশ্রীর চোখে রাজ কেবল স্বামী নয়, তাঁর জীবনের পথপ্রদর্শক। আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে যখন তাঁকে রাজকে অভিনেত্রীর চোখে দেখতে বলা হয়, তিনি এক মুহূর্ত না ভেবে বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় সমালোচক রাজ। আবার আমার জীবনের গুরুও কিন্তু রাজ। আমি রাজকেই আমার গুরু মনে করি, কারণ রাজ না থাকলে আমি কখনওই এই জায়গায় পৌঁছাতে পারতাম না।

‘পরিণীতা’ ছবির মাধ্যমে রাজ যদি আমায় রাস্তাটা না করে দিত, আমি তাহলে বাণিজ্যিক ছবিতেই হয়তো আটকে থাকতাম।” অভিনেত্রীর কথায় ছিল স্পষ্ট শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, “রাজ সব সময় বলে, কেউ তোমার সমালোচনা করার আগে তুমি নিজের সমালোচনা করো। আমরা রোজ রাতে একে অপরের কাজ নিয়ে নানান আলোচনা করি, কথা বলি। রাজের কথায়, আগে জীবনে সৎ আর ভালো মানুষ হওয়াটাই দরকার। প্রতিটা কাজ নিজের থেকেই ভালো হয়ে যাবে, যদি নিজে ভালো হও।” শুভশ্রীর এই মন্তব্যেই স্পষ্ট– তাঁদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়।

বরং পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ওপর গড়ে ওঠা এক শক্ত ভিত। বিনোদনজগতের আলোয় ঘেরা এই দম্পতির জীবন একেবারেই স্বাভাবিক। রাজ যেমন কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেন, তেমনই শুভশ্রীও দুই সন্তান ও নিজের কেরিয়ার সামলে রাখেন সমানতালে। জীবনের প্রতিটি পর্যায়ে একে অপরের পাশে থেকেছেন তাঁরা। জন্মদিনের মতো বিশেষ দিনে তাই একে অপরের প্রতি এই ছোট্ট ভালোবাসার বার্তা যেন সরল, আন্তরিক, আর একেবারে বাস্তব সম্পর্কেরই প্রতিচ্ছবি।

Piya Chanda

                 

You cannot copy content of this page