সাত মাস আগের কথা। টলিউডের জনপ্রিয় মুখ, অভিনেতা ও ইউটিউবার সায়ন্ত মোদকের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছিল। প্রেমিকাদের মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। তিন প্রাক্তন প্রেমিকা সামনে এসে সায়ন্তর নামে অভিযোগের পাহাড় গড়েন। সেই সময় অভিনেতাকে নিয়ে তুমুল ট্রোল, মিম—সব মিলিয়ে পরিস্থিতি হয় রীতিমতো জটিল। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক সময়ের সেই পরিচিত মুখ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চর্চায় এসেছে নতুন নাম—অভিনেতা ঋজু বিশ্বাস। প্রেমিকার অভিযোগ নয়, বরং একাধিক মেয়ের তরফে উঠে এসেছে ‘উত্ত্যক্ত করার’ অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঋজুর পাঠানো নাকি বিতর্কিত মেসেজের স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে কাদা ছোড়াছুড়ি। বাইরের চোখে ঋজু যেন এখন তুমুল খোরাক—কেউ ব্যঙ্গ করছেন, কেউ আবার উদ্বেগ প্রকাশ করছেন তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে।
এই আবহে মুখ খুললেন সায়ন্ত মোদক নিজেও। কিছুদিন আগেই তিনি নিজে এই ধরনের কুরূপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তাই সহানুভূতিই প্রকাশ করলেন অভিনেতা। সায়ন্তের স্পষ্ট জবাব, “সমাজমাধ্যমে কয়েক মাস আগে আমাকেও নিশানা করা হয়েছিল। সবকিছু নিজের চোখে দেখেছি। ঋজু ঠিক কী করেছেন, সেটা আমি বলব না। তবে ভিউ বা রিচের জন্য যে ভাবে মানুষকে আক্রমণ করা হচ্ছে, তা মোটেই সঠিক নয়।’’ যদিও ঋজুর বিতর্কিত আচরণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি।
আরও পড়ুনঃ “রাজ আমার একমাত্র গুরুদেব, ওঁকে ছাড়া এই জায়গায় পৌঁছানো অসম্ভব ছিল!” “রাজ ছাড়া শুভশ্রী কল্পনার বাইরে, আমি কৃতজ্ঞ!”— স্বামীর কাছেই জীবনের বড় শিক্ষা পেয়েছেন, পরিচালক রাজকেই তাই জীবনের পথপ্রদর্শক বললেন স্ত্রী শুভশ্রী!
নিজের পুরনো অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সায়ন্ত স্পষ্ট জানান, ব্যক্তিগত কারণে এই মুহূর্তে ওই বিষয় নিয়ে মুখ খুলতে চান না। আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজেকে সময় দিচ্ছেন তিনি।
টলি জগতে তাই ফের আলোড়ন—একদিকে অভিনেতাদের আচরণ নিয়ে প্রশ্ন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার নির্মম বিচারের মুখোমুখি তারকারা। আগামী দিনে এই বিতর্ক কোন মোড় নেয়, সেটাই এখন দেখার!
