জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সবসময় মেয়েদের বলা হয় এটা বাবার বাড়ি নয়, এটা শ্বশুরবাড়ি”— সমাজের এই গোঁড়া ধারণাকে ভেঙে নিজের ঘর বানিয়েছেন ‘ফুলকি’-র উকিল পিয়ালী শাসমল! একসময় রাতের রাস্তায় দাঁড়িয়ে শুরু হয়েছিল লড়াই, আজ নিজের বাড়ি–গাড়ির মালকিন অভিনেত্রী! মা-বাবার গর্ব হয়ে উঠেছেন টলিপাড়ার ‘ধানু’!

টেলিভিশনের নায়ক-নায়িকারা যেমন আলোয় থাকেন, তেমনই সমানভাবে দর্শকদের মনে ছাপ ফেলেন পার্শ্বচরিত্রের অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের মূল কাহিনি যেমন তাদের ছাড়া অসম্পূর্ণ, তেমনি তাদের সংলাপ, অভিব্যক্তি, বা উপস্থিতিই অনেক সময় দর্শকদের হৃদয়ে থেকে যায়। এই পার্শ্বচরিত্রগুলোই অনেক সময় বাস্তব জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

প্রধান চরিত্রের আড়ালে থেকে কাজ করা এই শিল্পীদের জীবনে থাকে নানান রকমের লড়াই। কখনও সুযোগের অভাব, কখনও পরিবারের বাধা, কখনও সমাজের অবহেলা — সব কিছুর মধ্যেই তারা নিজেদের জায়গা তৈরি করেন। পর্দায় তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে বাস্তব জীবনের কষ্টের অধ্যায়।

এই তালিকায় অন্যতম নাম পিয়ালী শাসমল। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে উকিল ধানুর চরিত্রে অভিনয় করছেন। ‘সাঁঝের বাতি’, ‘গাঁটছড়া’, ‘সাহেবের চিঠি’, ‘তুমি যে আমার মা’ ও ‘খেলনা বাড়ি’-র মতো সিরিয়ালে অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন পিয়ালী। তবে তার যাত্রা এত সহজ ছিল না।

মালদা থেকে পড়াশোনার উদ্দেশ্যে কলকাতায় আসা পিয়ালীর অভিনয়জীবনে প্রথম অনুপ্রেরণা ছিলেন তার মা। কিন্তু পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সমর্থন না পেয়ে একসময় মা-মেয়েকে বাগুইহাটির পিসির বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। রাতের রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটাই ছিল তাদের জীবনের মোড় ঘোরানো অধ্যায়।

আজ পিয়ালীর নিজের বাড়ি, নিজের গাড়ি। তিনি বলেন, “সবসময় মেয়েদের বলা হয় এটা বাবার বাড়ি নয়, এটা শ্বশুরবাড়ি। আমি সেইটা চাইতাম না। আজ নিজের বাড়ি হয়েছে, মা-বাবা গর্বিত, আমিও খুশি।” সংগ্রাম থেকে সাফল্যের এই পথচলাই প্রমাণ করে— প্রতিটি পার্শ্বচরিত্রেরও নিজস্ব এক নায়িকা গল্প থাকে, শুধু ক্যামেরার পেছনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page