জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুলশয্যার সাজে রুক্মিণীর রূপে মুগ্ধ গোপাল! ভালোবাসার কাছে হার মানল দূরত্ব, গোপালকে অবশেষে নিজের করে নিল রুক্মিণী! ‘পরিণীতা’য় এবার পারুল কি পারবে রায়ানের মন জিততে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রুক্মিণী আর গোপালের জন্য ফুলশয্যার আয়োজন করেছে বাড়ির সবাই। রুক্মিণী সুন্দর করে সেজেছে, তাদের দু’জনের ঘরটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। গোপাল এসে রুক্মিনীকে দেখে মুগ্ধ হয়ে যায়।

পর মুহূর্তেই গোপাল বলে যে, তাকে ভালোবাসে বলে বিদেশ থেকে এসে বিয়ে করেছে, এটাই অনেক বড় গোপালের কাছে। জোর করে সে কখনোই নিজের অধিকার দাবি করবে না, বরং তার ভালোবাসার প্রতি রুক্মিণী যে সম্মান দেখিয়েছে সেটা নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে। গোপাল মাটিতে নিজের জন্য বিছানা করতে শুরু করে।

দরজার বাইরে থেকে ভাদু এটা দেখতে পেয়েই রেগে যায়, মা আর জেঠিকে ডেকে আনে। ততক্ষণে রুক্মিণী গোপালকে আলাদা বিছানা করতে বাধা দিয়ে, তার সঙ্গেই এক বিছানায় শোয়ার অনুমতি দেয়। নিজের মনের টানে সে গোপালকে আপন করে নিতে চায় এবার। দরজার বাইরে কেউ আছে, সেটা বুঝতে পারে রুক্মিণী।

দরজা খুলতেই সে সবকিছু বুঝতে পারে আর সবাইকে সাবধান করে দেয়, যেন কাল থেকে কেউ ঘরে আরি না পাতে। ভাদুকে বিয়ে করানোর প্রতিশ্রুতিও দেয় রুক্মিণী। পরদিন সকালে সবার জন্য চা বানিয়ে আনে সে। গোপালের মা এখন রুক্মিণীকে চোখে হারাচ্ছে। বৌমা যা বলছে, সেটাই তিনি মেনে নিচ্ছে।

ওদিকে ইউনিভার্সিটিতে পরীক্ষার এডমিট কার্ড আনতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড পারুল-রায়ানের মধ্যে। কে হবে ইউনিভার্সিটির সেরা, তাই নিয়ে ঝামেলা লেগেছে। হঠাৎ শিরীন এসে পারুলের মাকে নিয়ে মজা করতে থাকায়, পারুলের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে মাথা যন্ত্রণার বাম নিয়ে শিরীনের চোখে লাগিয়ে দেয়!

Piya Chanda

                 

You cannot copy content of this page