জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এই বয়সেও অসামান্য নাচ! শান্তনু মৈত্রর মায়ের ‘গ্রেসফুল’ নাচের ভিডিও ভাইরাল, নেটিজেন থেকে তারকারা প্রশংসায় পঞ্চমুখ

সংগীত পরিচালক শান্তনু মৈত্র (Shantanu Moitra) প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। বয়সকে উপেক্ষা করে কীভাবে তাঁর মা নিজের পছন্দের জিনিসগুলির মধ্যে ভালো থাকেন, সেই মুহূর্তগুলোই তুলে ধরেন শান্তনু। সম্প্রতি, শান্তনু এমনই একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁর মা রবীন্দ্রসঙ্গীতের তালে নাচ করছেন। ভিডিওটি পোস্ট করে শান্তনু লিখেছেন, “এটাই আমার মা। তিনি রবীন্দ্রসঙ্গীতে নাচতে ভালোবাসেন এবং তা করতেও ভালোবাসেন।”

ভিডিওতে শান্তনুর মা মঞ্জু মৈত্রকে সোমলতা আচার্যর গাওয়া জনপ্রিয় গান ‘যে মানে না মানা’তে নাচ করতে দেখা যায়। রবীন্দ্রসঙ্গীতের মূল মেজাজকে অক্ষুণ্ণ রেখে, এক্সপ্রেশন সহকারে তাঁর নাচ দেখে মুগ্ধ হন সকলেই। এই নাচের মধ্যে দিয়ে মঞ্জু মৈত্রর মধ্যেকার আনন্দ আর আত্মবিশ্বাসের প্রকাশ চোখে পড়ে, যা দর্শকদের মন জয় করেছে। শান্তনু জানিয়েছেন, তাঁর মা সবসময়ই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসেন এবং এটি তাঁর ভালো থাকার অন্যতম উপায়।

এই ভিডিওটি নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কে একটি মহিলা সমিতির অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল। সেখানেই শান্তনুর মা পারফর্ম করেছিলেন এবং স্থানীয় কিছু মহিলা তাঁর নাচের ভিডিওটি রেকর্ড করে শান্তনুর কাছে পাঠিয়েছিলেন। ভিডিয়ো পোস্ট করে শান্তনু কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই মহিলাদের প্রতি, যাঁরা তাঁর মায়ের বিশেষ মুহূর্তগুলি তাঁর কাছে পৌঁছে দিয়েছেন। শান্তনু লেখেন, “এই ভিডিও আমার মা’র সেই ভালো থাকার মুহূর্তকে আরো প্রাণবন্ত করেছে।”

শান্তনুর এই পোস্টে একাধিক সেলিব্রিটি তাদের মতামত জানিয়েছেন। অভিনেত্রী ক্রুশা কপিলা মন্তব্যে লিখেছেন, “উনি সেই সব নারীদের জন্য অনুপ্রেরণা, যাঁরা নিজেদের মতো করে বাঁচতে চান।” জনপ্রিয় গায়ক শান (Shaan) প্রশংসা করে লেখেন, “কী দারুণ গ্রেসফুল!” এছাড়া আকৃতি কক্করসহ আরও অনেক সেলিব্রিটিও মঞ্জু মৈত্রর প্রাণবন্ত এক্সপ্রেশন এবং সুন্দর হাসির প্রশংসা করেছেন। ভিডিয়োটি নেটিজেনদের মন ছুঁয়েছে।

উল্লেখ্য, শান্তনু মৈত্র বর্তমানে জি বাংলার সারেগামাপা (Zee Bangla) ( Sa Re Ga Ma Pa )-তে অন্যতম বিচারক হিসেবে রয়েছেন। তাঁর সহ-বিচারক হিসেবে আছেন অন্তরা মিত্র (Antara Mitra)। শান্তনু নিজেও একজন প্রতিভাবান সংগীত পরিচালক এবং বিচারক হিসেবে প্রতিযোগীদের প্রতিভা তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করছেন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page