জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিপাড়ায় তোলপাড়! নতুন ধারাবাহিকে দুই বোন শ্রুতি-আরাত্রিকা! নায়ক কারা তা নিয়ে কৌতূহল তুঙ্গে! শ্রুতির বিপরীতে নায়ক হয়ে কি ফের আসছেন গৌরব?

টলিউডের জনপ্রিয় মুখ ‘শ্রুতি দাস’ (Shruti Das) ফের ফিরতে চলেছেন ছোটপর্দায়, আর সেই খবরে উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘদিনের দর্শকেরা তাঁকে ‘ত্রিনয়নী’ ও ‘রাঙা বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা হিসেবেই চেনেন। এক সময়ে ‘গৌরব রায়চৌধুরী’র (Gourab Roy Choudhary) সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনার ঝড় উঠেছিল সমাজ মাধ্যম থেকে টেলিপাড়া জুড়ে। এবার প্রশ্ন উঠেছে— নতুন কাহিনিতে কি আবারও দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে? তবে সূত্র বলছে, গল্প এবার ভিন্ন পথে হাঁটবে, একেবারেই নতুন চরিত্রে ধরা দেবেন শ্রুতি।

এইবারের ধারাবাহিকের গল্প ঘিরে আবর্তিত হবে দুই বোনের জীবনকে কেন্দ্র করে। শ্রুতির পাশাপাশি আর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity)। দুই বোনের সম্পর্ক, আবেগ, ও পারস্পরিক টানাপোড়েনকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। দর্শকরা যাঁরা মনে করেছিলেন এখানে হয়তো ত্রিকোণ প্রেমের খেলা থাকবে, তাঁদের বলে রাখা ভালো যে এই গল্পে কোনও ত্রিকোণ প্রেম নেই। বরং প্রতিটি চরিত্রের আলাদা আঙ্গিক, অনুভূতি, ও লক্ষ্যকে ফুটিয়ে তোলা হবে।

ফলে নাটকীয়তা থাকবে, কিন্তু তা ভিন্ন স্বাদের। উল্লেখ্য, দুই অভিনেত্রীই টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন। শ্রুতিকে দর্শক পেয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবিতে। অন্যদিকে আরাত্রিকা ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শেষ করেছেন। যদিও সেই ছবি এখনও মুক্তি পায়নি, তবুও তাঁর অভিনয় নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। এই ধারাবাহিকে তাঁদের ভিন্ন ভূমিকায় দেখার অভিজ্ঞতা অনেকের জন্যই নতুন ও আকর্ষণীয় হবে।

প্রযোজনা সংস্থার তরফে প্রথমে শোনা গিয়েছিল, নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হলো না। ধারাবাহিকের নায়কের চরিত্রে আসছেন অভিষেক বীর শর্মা, যাঁকে দর্শক ইতিমধ্যেই চেনেন ‘সোহাগ চাঁদ’ ও ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের মাধ্যমে। এই নতুন জুটি—শ্রুতি ও অভিষেক—দর্শকদের কাছে কেমন প্রতিক্রিয়া পায়, সেটাই এখন দেখার অপেক্ষা। প্রযোজক-পরিচালক সুশান্ত দাস স্পষ্ট জানিয়েছেন চরিত্রগুলো কিভাবে তৈরি হয়েছে।

তিনি বলেন, চরিত্রগুলোও এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি অভিনেতা আলাদা করে নিজের ছাপ রেখে যেতে পারেন। নতুন এই ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে। নতুন জুটি ও কাহিনি, সব মিলিয়ে এটি হতে চলেছে ছোটপর্দায় আরেকটি স্মরণীয় সংযোজন। টিআরপি তালিকায় একসময় সেরা স্থান দখল করা শ্রুতি দাসের প্রত্যাবর্তন, আর সাথে অভিষেক ও আরাত্রিকার নতুন জুটি, নিঃসন্দেহে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে। এখন দেখার বিষয়, এই গল্প কতটা হৃদয় জয় করতে পারে।

Piya Chanda