বর্তমানে মিঠাই ধারাবাহিক পরপর তিনবার দখল করেছে শীর্ষস্থান। সাম্প্রতিক অতীতে এটাই মিঠাইয়ের সর্বোচ্চ পারফরম্যান্স তবে এর আগে মিঠাইকে টিআরপি রেটিং তালিকা থেকে সরানো যায় নি টানা 44সপ্তাহ। তারপরে গাঁটছড়া এসে হিসাব ওলটপালট করে দেয়।তবে পরবর্তীকালে আবার স্টার জলসার ধারাবাহিক এর কাছ থেকে টপারশিপ নিয়ে নেয় মিঠাই কিন্তু তারপর আবার ধূলোকণা চলে আসে।
বর্তমানে মিঠাই ধারাবাহিকে যে গল্প দেখানো হচ্ছে তা দর্শকের একদম ভালো লাগছে না।কিছু কিছু একনিষ্ঠ দর্শক ধৈর্য ধরে থাকছেন কিন্তু যারা প্রকৃত ভক্ত মিঠাইয়ের তারা কিন্তু কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম করছেন।ছেলে বনাম মেয়ে এর যে লড়াইটা দেখানো হচ্ছে সেখানে সিড এবং মিঠাই এর মধ্যে কার যে লড়াই যে উঠে আসছে সেটা কারোর ভালো লাগছে না।
এর আগে মিঠাই এর উপর সিডের হম্বিতম্বি করাটাকে মানুষ ভালোভাবে নেয়নি।তারপর গতকাল যেভাবে মিঠাইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিল সিডি বয় তাতে বেশ কষ্ট পেয়েছেন মিঠাইয়ের ভক্তরা আর মিঠাইয়ের চোখ দিয়ে তো জল পড়ে গেছে।এমনকি মিঠাই যখন নিজেকে শাস্তি দিতে কান ধরে দাঁড়াল তখনও পর্যন্ত সিদ্ধার্থ এসে তাকে বুঝিয়ে ঘরে নিয়ে গেল না, নীপা কে পাঠালো। এখন দর্শকরা বলছেন তাহলে এই যে আই লাভ ইউ মিঠাই বলল এর সারমর্মটা কোথায়? তার মানে ঘরের ভেতরেই যত ভালোবাসা আর ঘরের বাইরে বউকে নিচু দেখাতে হবে?
এ তো গেল অনস্ক্রিন লড়াই তবে বাস্তব জীবনেও কিন্তু মনে হয়েছিল সিদ্ধার্থ এবং সৌমীর লড়াইটা থেমে গেছে তবে এখন মনে হচ্ছে পুরোপুরি ঝামেলা মেটেনি। গতকাল নিউটাউনের নজরুল তীর্থে সিদ্ধার্থ অর্থাৎ আদৃতের মিউজিক ব্যান্ড পোস্টার বয়েজ প্রয়াত সংগীতশিল্পী কেকের উদ্দেশ্যে একটি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করে যেখানে লিড সিঙ্গার ছিলেন আদৃত। এই অনুষ্ঠানে পুরো মিঠাই এর টিম আমন্ত্রিত ছিল এবং প্রত্যেকে এসেছিল। নীপা, দিদিয়া, শ্রী, ঠাম্মি সহ মোদক পরিবারের সকলকে আমরা দেখতে পেয়েছি কিন্তু আসল আকর্ষণকেই আমরা দেখতে পেলাম না। না সৌমি কালকে আসেনি এই অনুষ্ঠানে।
ভক্তদের সকলেই আগে থেকে জানতেন যে মিঠাই পরিবারের প্রত্যেক সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সকলেই ভেবেছিলেন যে নিশ্চয়ই সৌমিও আমন্ত্রণ পেয়েছেন তাই তাকে দেখা যাবে তবে তিনি আসেননি কালকে। তবে দিদিয়াকে আমরা দেখতে পেয়েছি। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।
অনেকেই বলছেন যে তাহলে দিদিয়া আসবে জানতে পেরে সৌমি আসেনি। অর্থাৎ বিরোধিতা সেই এক রয়ে গেছে।অনেকেই বলছেন যে সমস্ত মান অভিমান দূরে সরিয়ে রেখে মিঠাই একবারের জন্য আসতে পারতো তাহলে তাকে নিয়ে সমালোচনাটা হত না।