Entertainment

“সোহাগ চাঁদ বদনি” গানে নাচ করলেন সৌরভ-ডোনা! সঙ্গে সঙ্গে ভাইরাল মহারাজের নাচের ভিডিও

এমনিতে ক্রিকেটের ২২ গজ কাঁপানোর পর এবার রিয়্যালিটি শো কাঁপিয়ে দিচ্ছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি রিয়্যালিটি শো-এর নবম সিজন দেখতে দেখতে এসে গেল আবার বিদায় নেওয়ার সময়ও এসে গেল। তবে এতেই মন খারাপ দর্শকদের।

এতদিন ধরে যেভাবে খাঁটি বিনোদন দিয়েছেন সৌরভ গাঙ্গুলী দর্শকদের সেটা বাঙালি দর্শকদের কাছে ভোলার নয়। কিন্তু সময়ের কাছে সবাই বাঁধা। তাই বিদায় নিতেই হবে। আর তাই বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো গ্র্যান্ড ফিনালে। এতদিন ধরে বিভিন্ন তারকারা এই রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছেন। এবার গ্র্যান্ড ফিনালেতেও বসল চাঁদের হাট।

এই এপিসোড ৫ জুন সম্প্রচারিত হবে টিভির পর্দায়। এক ঝাঁক বলিউড তারকা সেখানে উপস্থিত থাকবেন। টেলিভিশনের তারকারাও চমক লাগাবেন মঞ্চে। তবে তার থেকেও বেশি যিনি চমক লাগলেন তিনি হলেন সৌরভ গাঙ্গুলী।

তার কারণ হলো এবার নিজের স্ত্রীর সঙ্গে খোলা মঞ্চে সকলের সামনে নাচ করলেন সৌরভকে কখনো করেননি তিনি। একাধিকবার এই মঞ্চে নাচ করলেন সৌরভ। এবার স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে একটি বাংলা নাচে তাক লাগালেন সৌরভ।

বিখ্যাত বাংলা গান সোহাগ চাঁদ বদনী গানে নাচলেন সৌরভ এবং ডোনা। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে হাজার হাজার বাঙালি দর্শকরা। কারণ পর্দায় দুজনের কেমিস্ট্রি এর আগে এভাবে ধরা পড়েনি। সঙ্গে থাকবেন বুম্বাদা এবং দিতিপ্রিয়া।

Piya Chanda