জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বৃষ্টিদিনে ভরা রোম্যান্স বছর ছেচল্লিশের শ্রীলেখার! ‘বুড়ি হয়ে গিয়েছেন!’ মন্তব্য নেটিজেনদের

বরাবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কথার নড়চড় খুব একটা হয়না কখনোই।

৪৬ বছরে পা দিয়েও এখনও এক্কেবারে চনমনে থাকতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন। আর মাঝে মাঝেই নানা ভিডিও ছবি পোস্ট করেন। সেগুলোতেই আসতে থাকে নানা কমেন্ট। এবার আবার ভাইরাল।

গতকালকেই ছিল মুসলিমদের পরব খুশির ঈদ আবার হিন্দুদের অক্ষয় তৃতীয়াও। এমন দিনে সোশ্যাল মিডিয়াবাসীর কাছে নিজের আবদারের কথা জানান। “এই মেঘলা দিনে একলা” গেয়ে নিজের অবস্থার কথা জানিয়েছিলেন। বহুদিন কারোর বাইকে ওঠেননি।

শ্রীলেখার প্রস্তাব দেখে তো অনুরাগীরা এক পায়ে খাঁড়া। আজই শ্রীলেখা একটি ভিডিও পোস্ট করলেন যেখানে দেখা গেলো হাঁটুর বয়সী এক সুপুরুষের চার চাকায় উঠে ঘুরছেন। নেপথ্যে বাজছে,” এই পথ যদি না শেষ হয়”। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ভাবো ভাবো, ভাবতে থাকো, টাটা”।আর সেখানে শুরু কটাক্ষ। তবে নায়িকা কাউকে পাত্তা দেন না।

Piya Chanda

                 

You cannot copy content of this page