জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভীষণ ভালো অভিনেত্রী তবে এতদিন টলিউড দেয়নি যোগ্য সম্মান! এবার ২৫ বছর পর অদিতি চ্যাটার্জি ফিরছেন বড়পর্দায়

সৌন্দর্যের দিক দিয়ে টলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টক্কর দিতে পারেন অদিতি চট্টোপাধ্যায়। অভিনয়টাও বাদ যায় না সেই দিক থেকে বলতে গেলে। তবু দীর্ঘ কয়েকটা বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন তিনি। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘এক আকাশের নীচে’তে নন্দিনীর প্রেমে পড়েনি এমন বাঙালি যুবক খুঁজে পাওয়া যাবে না। ঋতুর দহন ছবিতে অভিনয় করেছিলেন অদিতি। কিন্তু কেরিয়ারের মধ্য গগনে থেকেও হঠাৎ তিনি হারিয়ে গেলেন।

কিন্তু অভিনেত্রী অনুরাগীদের জন্য এবার সুখবর। 25 বছর পর ফিরছেন তিনি। জিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘কথামৃত’র মধ্য দিয়ে কাম ব্যাক করছেন। কিন্তু নায়িকা আর নয়, এত অল্প বয়সেও সেই মায়ের চরিত্র দিয়েই ফিরে আসছেন তিনি। সাফ কথা অদিতির যে এটাই এখন ধারা। বলিউডে মা-ছেলে প্রায় একবয়সী। আজ নয়, অনেক দিন ধরেই এই ধারা জারি রয়েছে। তাঁর থেকে যারা বয়সে ছোট তারাও মেনে নিয়েছে এই বদল।

বড় পর্দায় কাজ না পেয়েও আক্ষেপ করছেন না নায়িকা। ছোট পর্দা বরাবরই প্রিয় তাঁর। এজন্যে দুটি সিনেমা ছেড়েছেন তিনি। কাজ পান না একেবারে তা নয়। বিশ্বনাথ বসুর কথায় অনেক জোরাজুরির পর সিনেমায় কাজ করার জন্য রাজি হয়েছেন অদিতি।

Piya Chanda

                 

You cannot copy content of this page