স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। রাতারাতি টলিপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী। জনপ্রিয়তা অর্জন করায় কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন। মায়ানগরীতে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।
বিয়ের পিঁড়িতে বসছেন জলসার নায়িকা?
বর্তমানে অভিনেত্রী পাশাপাশি তিনি একজন পেশাদার গায়িকাও বটে। তবে এবার শোনা যাচ্ছে যে, কর্মজগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নাকি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। আগামী বছর ২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। এদিকে, কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা মিলল ‘মেম বউ’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর।
কথা হচ্ছে অভিনেত্রী বিনীতা চ্যাটার্জির। অভিনেত্রী জানালেন, ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন একটি নতুন বাংলা ছবির। বহুদিন পর এটি ফের বাংলায় কাজ, আর সেই কারণেই এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেত্রী। তবে পাশাপাশি এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অপেক্ষায় রয়েছেন। জানালেন, ২০২৫-এর মে মাসে তিনি বিয়ে করছেন।
আরও পড়ুন: কি অ্যাকশন বাপরে বাপ! ‘নিম ফুলে’ পুঁটির চরিত্রে দুর্ধর্ষ অভিনয় সমু সরকারের! দর্শকরা দিচ্ছেন বাহবা
বিনীতা বলেছেন, “আমি আসলে পাখির মত বাঁচতে ভালবাসি। যাকে কেউ জোর করে ধরে রাখবে না, কারণ আমার এই সৃষ্টিশীল স্বাধীনতা অত্যন্ত দরকার।” তিনি বলেন, আমার কাজে কেউ হস্তক্ষেপ করলেই সমস্যা। সব মিলিয়ে যে মানুষ টিকে পেয়েছি সে সত্যিই মনের মতো।” নায়িকা বক্তব্য, “অপেক্ষা ছিল বহুদিনের, তবে নিজেদের একটু গুছিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিলাম।”