জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শো করতে গিয়ে বেঙ্গালুরুতে অসুস্থ অভিনেত্রী সুস্মিতা দে, বাতিল একাধিক অনুষ্ঠান! কেমন আছেন অভিনেত্রী?

‘কথা’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শকের আগ্রহ এখনও সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যকে ঘিরেই। নতুন বছর একসঙ্গে উদযাপন করার মুহূর্তে তাঁদের নানা ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শহরের বাইরে সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আনন্দ আর হাসিতে ভরা সেই মুহূর্তগুলিই তখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

কিন্তু সেই আনন্দের মধ্যেই আচমকা তৈরি হয় উদ্বেগ। কলকাতায় ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি সুস্মিতার। একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় অভিনেত্রীর মাথায় তীব্র যন্ত্রণা এবং সাহেব তাঁকে বরফ দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে অনেকেই ধরে নেন, হয়তো গুরুতর কোনও সমস্যায় পড়েছেন অভিনেত্রী।

এর পর আরও একটি ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শকের কৌতূহল এবং চিন্তা আরও বাড়ে। অসুস্থতার গুঞ্জন জোরালো হওয়ায় আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় সুস্মিতার সঙ্গে। অভিনেত্রী নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটান। তিনি জানান, বেঙ্গালুরুতেই হঠাৎ করে শরীর ভেঙে পড়ে তাঁর।

সুস্মিতার কথায়, তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তার উপর আবহাওয়ার পরিবর্তন শরীরকে আরও দুর্বল করে দেয়। সেই সময় কলকাতায় ফেরার মতো শারীরিক অবস্থায় ছিলেন না তিনি। অসুস্থতার কারণেই একাধিক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অভিনেত্রীকে, যা তাঁকে মানসিক ভাবেও কিছুটা ভেঙে দেয়।

তবে এখন অনেকটাই সুস্থ সুস্মিতা। কলকাতায় ফিরে ধীরে ধীরে কাজের ছন্দে ফিরছেন তিনি। বর্তমানে নিজের নাটকের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ‘কথা’ শেষ হওয়ার পর নতুন কোনও ধারাবাহিক শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলেই জানালেন তিনি। এখন নিজের শরীর এবং মঞ্চের কাজকেই অগ্রাধিকার দিতে চান সুস্মিতা।

Piya Chanda

                 

You cannot copy content of this page