জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৯ দিনের মাথায় বিয়ে! ‘কোন গোপনে মন ভেসেছে’ পরিবারে শ্বেতার আইবুড়ো ভাত! বর-সতীনসহ হল জমকালো আয়োজন

বাংলা টেলিভিশন (Television)জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাসের বিয়ে নিয়ে উন্মাদনা সর্বত্র। প্রায় দীর্ঘদিন সময় ধরে টেলিভিশন পর্দায় তাদের অভিনয়ের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। আর এবার সেই সম্পর্ক এক নতুন অধ্যায়ে পৌঁছাতে চলেছে। আগামী ১৯ জানুয়ারি, এই তারকা জুটি একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন।

দীর্ঘ দীর্ঘ চার বছরের সম্পর্কের পর, শ্বেতা এবং রুবেলের বিয়ে সম্পন্ন হতে চলেছে। এই দীর্ঘ সময়ের প্রেম ও বন্ধুত্ব এক সুন্দর পরিণতির দিকে এগোচ্ছে। এতদিন তাদের সম্পর্কের এই মধুর পরিণতি সকলের জন্যই রোমাঞ্চকর। সম্পর্কের প্রথম থেকেই বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর ছিল তাদের পথচলা, যা অবশেষে আগামী ১৯ জানুয়ারি তাদের বিয়েতে পরিণত হতে চলেছে।

ইতিমধ্যেই তাদের এই সুখী মুহূর্তটি উদযাপন শুরু হয়েছে। সম্প্রতি, ‘নিম ফুলের মধু’ পরিবার থেকে রুবেলকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে, এর পর আইবুড়োভাতের অনুষ্ঠান সারলো ‘কোন গোপনে মন ভেসেছে’ পরিবার। শ্যুটিংয়ের ফাঁকে শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো। শ্বেতা এবং রুবেল, দু’জনেই তাদের কাজের জন্য অনেক ব্যস্ত, তবে এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখার জন্য তারা সময় বের করে নিচ্ছেন অনাহাসেই।

শ্বেতার আইবুড়ো ভাত খাওয়ার সময় তার অনস্ক্রিন বর রণজয় বিষ্ণু এবং সতীন অনন্যা মানে অনুরাধাও উপস্থিত ছিলেন। এছাড়া শ্বেতার অনস্ক্রিন জা-শাশুড়ি তনুশ্রী গোস্বামীও সেই সময় উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। স্নেহ এবং বন্ধুত্বের এই দৃশ্য সত্যিই আবেগপ্রবণ করে তোলে দর্শকদের। আইবুড়ো ভাতের মেনুও ছিল বেশ আকর্ষণীয়। ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের স্পেশাল থালি ছিল এই আয়োজনে।

আইবুড়ো ভাতের বিশেষ মেনুতে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, লুচি, ভেটকি পাতুরি, ফিসফ্রাই, মাছের হরেক রকম পদ, ডাল-ভাজা, চাটনি, মিষ্টি দই, পায়েস, রসগোল্লা—সব কিছু ছিল ঐতিহ্যবাহী এবং জম্পেশ! শ্বেতা এবং রুবেলের বিয়ের আগের এই আনন্দমুখর মুহূর্তে এক নতুন দিগন্তের সূচনায় দর্শকও যথেষ্ট কৌতুয়ালি হয়ে উঠেছে।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page