জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আহা, মন জুড়ায়, মিত্তির বাড়ির মা-ছেলের জুটি মন কেড়েছে দর্শকদের! মাত্র কয়েক পর্বেই বাজিমাত আদৃত-সোনালীর

বর্তমান টেলিভিশনে সম্প্রচারিত নতুন সিরিয়াল গুলির মধ্যে একটি জি বাংলার (Zee Bangla) পর্দায় মিত্তিরবাড়ি (Mittirbari)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী (Parijat Chowdhury)। মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে এই মেগা। আর তার মধ্যেই দর্শকের মন দখল করে নিয়েছে সোনালী চৌধুরী (Sonalee Chowdhury/ ও আদৃত রায়ের মা-ছেলের জুটি।

সোনালী ও আদৃতর অভিনয়ে মুগ্ধ দর্শক!

জি বাংলার মিঠাই ধারাবাহিকে অভিনয়ের পর সম্পূর্ণ নতুন রূপে ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে ফিরে এসেছেন অভিনেতা আদৃত রায়। আর এই মেগা ধারাবাহিকে আদৃতর মায়ের চরিত্রে দেখা যাচ্ছে, অভিনেত্রী সোনালী চৌধুরীকে। অনেক কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে তাঁর অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ দর্শক।

জি বাংলার মিত্তিরবাড়ি বাড়িতে নায়ক ধ্রুবর চরিত্রে নজর কাড়ছেন আদৃত রায়। অসাধারণ অভিনয় করে ‌সকলের মন দখল করেছেন তিনি।
একদিকে যেমন পারিজাতের সঙ্গে আদৃতর জুটি প্রশংসিত হচ্ছে, ঠিক একই রকম ভাবে সোনালীর সঙ্গে আদৃত তথা মা-ছেলের জুটি প্রশংসিত দর্শক মহলে।

দর্শকরা কে, কী বলছেন?

দর্শকরা বলছেন, “মা-এর মর্ম টা ধ্রুব ভালো মতই বোঝে তাই ঠাম্মির কাছ থেকে সে বাবার জন্য পায়েস নিয়ে এসেছিল বাবা তাঁর মাকে কেকের প্রথম অংশ না খাওয়ানোটা তাঁকে অবাক করে।আর তারপর মায়ের সাথে তার কথোপকথন‌ সে এক অসাধারণ দৃশ্য।” কেউ কেউ বলছেন, “কতদিন অপেক্ষা করেছিলাম এরকম একটা দৃশ্য দেখব বলে। পছন্দের অভিনেতা কে এরকম দৃশ্যে আগে তো দেখিনি।”

আবার, আদৃতর চরিত্র নিয়ে দর্শকদের মত, “ধ্রুব মিত্তির। মনটা আস্তে আস্তে কবজা তুমি করেই ফেললে বলো! সবে তিন টে এপিসোড আর এর ই মধ্যে ধ্রুব কি সাং ঘাতিক মানসিক শক্তির পরিচয় দিচ্ছে… দিন তো এখন ও পড়েই আছে… সত্যি ই তার শিরদাঁড়া টা সোজা!”

TollyTales NewsDesk