জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভয় নাকি? আর জি কর কাণ্ডের পর থেকে টলিউডের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বঙ্গ নাসিকা! রাজনীতির শি’কার টলিউড?

টলিউড (Tollywood) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুম্বইয়ে শুটিংয়ের ফাঁকে শোনা যাচ্ছে, টেলিপাড়া এবং টলিউডের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব বাড়ছে। এর পেছনে আরজি কর হাসপাতালের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন অনেকে। যদিও সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবুও টালিগঞ্জের শিল্পী এবং পরিচালকদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে।

আর জি কর কাণ্ডের পর টলিউডের সঙ্গে দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর!

আরজি কর-কাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেক অভিনেতা ও পরিচালক। তাঁরা অভিযোগ করেছেন, এই ঘটনায় সরকারের নির্লিপ্ত মনোভাব এবং পরে ফেডারেশনের একনায়কতান্ত্রিক আচরণ শিল্পীদের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ফেডারেশন এবং এর নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরিচালকেরা। তাঁদের মতে, এই একনায়কতন্ত্রের জন্যই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিল্পীদের অংশগ্রহণে ভাটা পড়তে পারে।

অনেকের মতে, আরজি কর-কাণ্ডে সরকারের সমালোচনার ফলেই মুখ্যমন্ত্রী শিল্পীদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। তবে আন্দোলনের ভুল দিকনির্দেশ এবং শক্তিশালী বিরোধী দলের অভাবে এই প্রতিবাদ কার্যকর হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি সরকারের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছে। তা সত্ত্বেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শাসকদল পুনরায় ক্ষমতায় ফিরবে বলে ধারণা করছেন একাংশ।

শিল্পীদের একাংশ মনে করেন, রাজনৈতিক ক্ষমতা থেকে দূরত্ব বজায় রাখাই সৃজনশীলতার জন্য সঠিক পথ। শিল্পী হিসেবে রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে নিজেকে আলাদা রাখা অত্যন্ত জরুরি। এই নিরপেক্ষতা শুধু শিল্পের স্বাধীনতা রক্ষায় নয়, শিল্পীসমাজের আত্মমর্যাদা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

চলচ্চিত্র উৎসব নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ার বদলে নিজেদের স্বাধীন অবস্থান বজায় রাখার ডাক দিয়েছেন অনেক শিল্পী। তাঁদের মতে, সরকারি অনুদান বা আমন্ত্রণের মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবে সৃজনশীল কাজ করে যাওয়া শিল্পীর প্রকৃত পরিচয়। আরজি কর-কাণ্ড এবং ফেডারেশনের আধিপত্যের প্রশ্নে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে টলিউডে যে আলোড়ন চলছে, তা সিনেমা শিল্পের ভবিষ্যৎ এবং শিল্পীদের আত্মমর্যাদা নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।

TollyTales NewsDesk