জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গড়গড়িয়ে ২০ বছর এগিয়ে গেল নিম ফুল! দুর্ধর্ষ ক্রি’মিনাল হয়ে ফিরছে সৃজন, পুঁটির চরিত্রে কামাল সোমুর

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের গল্পে আবার আসছে বিরাট চমক। এর আগেও একলাফে অনেকটা এগিয়ে গিয়েছিল ধারাবাহিকের গল্প। আর এবার ফের কুড়ি বছর এগিয়ে গেল নিম ফুলের প্লট। যেখানে দেখা যাবে বড় হয়ে উঠেছে পুঁটি। দুর্ধর্ষ ক্রিমিনাল হয়ে ফিরছে সৃজন। যাকে খোঁজার দায়িত্ব পেল পর্ণা।

২০ বছর এগিয়ে গেল নিম ফুলের মধু!

জি বাংলার নিম ফুলের মধু অন্যতম হিট একটি ধারাবাহিক। প্রথম পাঁচে জায়গা করা সিরিয়ালটি অনেকবার জিতেছে বেঙ্গল টপারের শিরোপা। ‌আর তাই, ধারাবাহিককে শেষ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই চ্যানেল কর্তৃপক্ষের। বারংবার লিপ নিয়ে এগিয়ে চলছে ধারাবাহিকের গল্প। পর্ণার কোল আলো করে আসা পুঁটির জন্ম, পর্ণার স্মৃতি লোপ, সৃজনের হারিয়ে যাওয়া পেরিয়ে আরো কুড়ি বছর পার করল নিম ফুল।

Neem phuler modhu today full episode 24 September

সম্প্রতি জি বাংলার তরফে একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। যে প্রোমোতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের আগামী প্লটের এক ঝলক। দেখা যাচ্ছে বড় হয়ে উঠেছে পুঁটি। ঠাম্মা ৯৯ বছরের কোঠায়। সবাই অপেক্ষা করছেন তাঁর সেঞ্চুরির। বড় জেঠু নেই ঠিকই। কিন্তু অয়ন রয়েছে ফুরফুরে মেজাজে। আর রয়েছে ধ্যাষ্টামো! কৃষ্ণা ব্যস্ত থাকে বাবুর বাবুকে নিয়ে।

গোটা গল্প গড়গড়িয়ে বলে যায় পুঁটি। সে এও বলে সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে পর্ণা আগের মত হাসিখুশি মেয়েটি আর নেই। এমন সময় পুলিশ অফিসার আসে দত্ত বাড়িতে। আর এসে বলে পর্ণা সাংবাদিকতা ছেড়েছে অনেক দিন। ‌কিন্তু এবার একটা উপকার তাঁকে করতেই হবে। ‌একজন দুর্ধর্ষ ক্রিমিনালকে খুঁজে দিতে হবে। পরক্ষণেই দেখা যায়, সেই দুর্ধর্ষ ক্রিমিনাল আর কেউ নয় সৃজন!

ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শক বেশ খুশি হয়েছেন। আবার অনেকেই রীতিমতো বিরক্ত। তারা বলছেন ধ্যাষ্টামোটা চলবেই! পর্ণার মেয়ে এত বড় হয়ে গিয়েছে তবু নায়িকার সাজে কোন পরিবর্তন নেই। সবাই বদলে যাবে তবু পর্ণা-সৃজন চির ইয়াং থাকবে। এছাড়া গল্পকে এভাবে বাড়াতে গিয়ে তা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পর্ণার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যাবে ‘আলোর কোলে’ খ্যাত অভিনেত্রী সোমু সরকারকে।

https://fb.watch/waFegBoYpM/

TollyTales NewsDesk