জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ইউটিউবাররা সব ধান্দাবাজ, আলতু ফালতু ভিডিও বানিয়ে শুধু ফেম চায়’ জনপ্রিয় ইউটিউবার বন্ধুর মৃত্যুতে বাকিদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ ‘বং গাই’ কিরণ দত্তের

বাংলার অন্যতম প্রিয় ইউটিউবার কিরণ দত্ত। বলতে গেলে বাংলার সফল ইউটিউবারদের মধ্যে একজন কিরণ দত্ত। কিন্তু গতকাল দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেন কিরণ। যেখানে তিনি তাঁর প্রিয় ইউটিউবার বন্ধুর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বিদেশি ইউটিউবার টেকনোব্লেড ওরফে অ্যালেক্স। ক্যানসার আক্রান্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে প্রাণ হারালেন এই জনপ্রিয় ইউটিউবার। তাঁরই মৃত্যুতে লম্বা পোস্ট করেছেন কিরণ। পোস্টে তিনি লিখেছেন, ‘অ্যালেক্স তুমি হয়তো চাইতে না তোমায় সবাই চিনুক কিন্তু আমি তোমার গল্প সবাইকে না বলে পারছিনা।অ্যালেক্স তোমায় সবাই চিনুক, সবাই ভালোবাসুক।’ তারপর কিরণ অ্যালেক্স-এর সম্পর্কে সবাইকে বলেছেন।

অ্যালেক্স মূলত মাইনক্রাফ্ট গেমের উপর ভিডিও বানাতেন। এমনকি কিরণ নিজে তাঁর কাছ থেকেই সেই গেম শিখেছিল। দীর্ঘ ৮ বছরের কঠোর পরিশ্রমে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ মিলিয়ন বা ১ কোটির গন্ডি পেরিয়ে গিয়েছিল। কিরণ পোস্টের শেষে নেটিজেনদের প্রতি ক্ষোভে ফেটে পড়েন।

কিরণ লিখেছেন, ‘অনেকেই বলে আর বলবেও , ইউটিউবাররা সব ধান্দাবাজ, আলতু ফালতু ভিডিও বানিয়ে শুধু ফেম চায়। টাকা কামানোই এদের আসল উদ্দেশ্য। বলুন, একশো বার বলুন গালাগাল ও দিন।তবে অ্যালেক্স রা এভাবেই আসবে আর চলে যাবে না বলেই। ওদের এই লিস্ট থেকে বাদ দেবেন ব্যাস এটুকুই বলার।’ উল্লেখ্য, অ্যালেক্স ক্যান্সার আক্রান্তদের জন্য টাকা তুলে রেখে গেছেন ইউটিউব থেকে প্রাপ্ত অর্থ থেকে , যাতে কারোর চিকিৎসায় গাফিলতি না হয়।

Pabitra

                 

You cannot copy content of this page