জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিরাট খবর! বাবা হলেন অভিনেতা অনিন্দ্য! ছেলের ফটোও আপলোড করলেন সোশ্যাল মাধ্যমে

বাবা হলেন অভিনেতা অনিন্দ্য (Anindya Chatterjee)! অবিবাহিত হওয়া সত্ত্বেও ছেলেকে নিয়ে ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় চাঞ্চল্যকর এই খবর। নিশ্চয়ই ভাবছেন কবে কিংবা কিভাবে ঘটলো এই ঘটনা?

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুললেই বোঝা যাবে তিনি পশুপ্রেমী একজন মানুষ। আর এই সূত্রেই বর্তমানে অভিনেতা একটি সারমেয়কে দত্তক নিয়েছেন। এমনকি অভিনেতা ছেলের সঙ্গে সকলকে আলাপ করিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টের ক্যাপশনে লেখেন, “আমার ছেলের চারটে পা আছে। গদার সঙ্গে আলাপ করুন”।

image 8

অভিনেতার সঙ্গে ছেলে গদার কীভাবে দেখা হয় সেই কাহিনীও ভাগ করে নিয়েছে নেটিজেনদের সঙ্গে। অনিন্দ্য লেখেন, “ওর খাঁচায় থাকা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওকে কেউ নিয়ে গিয়েছিল আবার তারপর পেট শপে ফিরিয়ে দিয়ে গিয়েছে”।

এই মুহূর্তে অনিন্দ্য তার ছেলেকে পেয়ে খুবই খুশি। গদাকে নিয়ে অভিনেতা লেখেন, “আমিও ওই পেট শপে গেছিলাম ঘটনাচক্রে, তাও কুকুরের খাবার কিনতে। সেখান থেকেই ওকে নিয়ে এলাম”। ইতিমধ্যে অনিন্দ্য গোদার অনেক ফটোও আপলোড করেছি সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, এর আগেও অনেকবার বাড়ির পোষ্য কিংবা রাস্তার কুকুরদের প্রতি অভিনেতার অসীমিতভাবে ভালোবাসতে দেখা গেছে। অভিনেতার এই পদক্ষেপকে অনেক নেটিজেনরাই সাধুবাদ জানিয়েছেন।

Piya Chanda