জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আগে অভিনয় জানলে কাজ পাওয়া যেত এখন নাচ, গান, রিলস বানাতে জানলে কাজ মেলে, টাকা নিয়ে দ’রাদরি চলে ইন্ডাস্ট্রি নিয়ে অকপট অলকানন্দা রায়

অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী অলকানন্দা রায় (Alakananda Roy)। বর্ষীয়ান অভিনেত্রী অভিনয় করেছেন টেলিভিশন, টেলি পর্দা এমনকি ওয়েব পর্দাতেও। অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছিলেন। আর সেখানে তিনি বললেন, বর্তমান অভিনয় জগতের পরিস্থিতি সম্পর্কে দুই এক কথা। অভিনয় জগৎ তো আগের চাইতে অনেকটা বদলে গিয়েছে। মানলেন তিনি।

“মেকআপ রুমের আবহাওয়া বদলে গেছে….” অলকানন্দা রায়

বর্তমানে একাধিক নামকরা প্রজেক্টে কাজ করে দর্শক মহলে সমাদৃত অভিনেত্রী অলকানন্দা রায়। তবে বর্ষীয়ান অভিনেত্রী বর্তমান অভিনয় জগত সম্পর্কে খুব একটা সন্তুষ্ট নন। সন্তোষ প্রকাশ করছেন না। সাম্প্রতিক সাক্ষাৎকারে তার কথায় ধরা পড়লো সেই আঁচ। অভিনেত্রীর বক্তব্য ছিল, এখন সবাই পরস্পরের বন্ধন হারিয়েছে।

alakananda roy

বর্তমান জেনারেশনের সবার হাতে স্মার্টফোন। আর সবাই ব্যস্ত নিজের ফোন নিয়ে। আর তাই অভিনেত্রী অলকানন্দার বক্তব্য, এখন আর কেউ একে অপরের সঙ্গে সেভাবে কথা বলেন না। ‌সেই পারস্পরিক আদান-প্রদান, কথাবার্তা সবটাই অতীত হয়েছে। এই আবহাওয়া ভালো লাগছে না অভিনেত্রীর। তিনি আর‌ও বলেন, সবাই সবার মত করে ব্যস্ত। ‌

অভিনেত্রী বললেন, আগে মোটামুটি অভিনয় জানলেই ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যেত। এখনকার মত নাচ, গান কিংবা অন্যান্য একটিভিটি না জানলেও চলত। তবে, অভিনয় জগতে টাকা পাওয়া নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়, আভাসে ইঙ্গিতে বললেন তিনি। অভিনেত্রীর বক্তব্য, “আমি আমার কাজ করেছি। এখন তো আমার পারিশ্রমিক প্রাপ্য। এটা আবার আলাদা করে বলতে হবে কেন?”

অনেকগুলো বছর অভিনয় জগতে কাটিয়ে দিয়েছেন তিনি।‌ অভিনেত্রী বললেন, “একদিন একজন আমাকে বলল, দিদি তুমি আর অভিনয় করতে পারবে না। মেকআপ রুমের আবহাওয়া বদলে গিয়েছে।” অর্থাৎ অভিনয় জগত তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত করলেন অভিনেত্রী। হাসিমুখে বললেন তিনি অভিনয় ভালবাসেন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।