জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অয়ন্যার সঙ্গে প্রে’ম করছেন? মুখ খুলে কী বললেন রিয়াজ? কে‌ তার মনের মানুষ?

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা রিয়াজ লস্কর (Riaz Laskar)।টেলিভিশনের নামকরা প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল রিয়াজকে। সেখান থেকে সাহিত্যের ধারাবাহিকে ফিরেছেন তিনি। ‘বউ চুরি’ গল্পে আয়ন্যা চ্যাটার্জীর বিপরীতে দেখা গিয়েছিল রিয়াজকে।‌

ইউটিউবার থেকে অভিনেতা! চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন রিয়াজ

অভিনেতা রিয়াজ লস্করের কর্মজীবন বেশ রঙিন। ইউটিউব থেকে ধারাবাহিকের অভিনয়। কখনো কোন চ্যালেঞ্জকে ছোট করে দেখেননি রিয়াজ। ‌অভিনেতা সায়ক চক্রবর্তী এবং রিয়াজ লস্কর যৌথ উদ্যোগে চালু করেছিলেন ইউটিউবে চ্যানেল ‘Let’s start’। যার সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়েছে লাখের বেশি। আর সেখান থেকেই ধারাবাহিকে পদার্পণ।

স্টার জলসায় গৌরব চ্যাটার্জী ও সোলাঙ্কি রায়ের জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে অভিনয় করে নিজের জার্নি শুরু করেছিলেন রিয়াজ। সিরিয়ালে তার চরিত্রের নাম ছিল কুনাল। অচিরেই রিয়াজের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ‘গাঁটছড়া’ শেষ হতে হাত গুটিয়ে বসে থাকেন নি তিনি। গ্রহণ করে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ।

তবে অভিনয়ের সঙ্গে নিজের চ্যানেলকে চালিয়ে নিয়ে চলেছেন রিয়াজ লস্কর। জলসার ‘গাঁটছড়া’
শেষ হতে আকাশ আটের ‘বউ চুরি’। আয়ন্যার বিপরীতে রিয়াজের জনপ্রিয়তা কোন অংশে কম নয়। ‌ বরং আয়ন্যা এবং রিয়াজের জুটিকে চোখে হারাচ্ছেন দর্শক। ‘বউ চুরি’ প্রায় শেষের পর্বে। ‌তবে অভিনেতার জীবনের একটা সুন্দর অধ্যায়।

তবে কর্মজীবন নিয়ে ব্যস্ত অভিনেতা এখনো খুঁজে পাননি নিজের মনের মানুষকে। ‌সাক্ষাৎকারে তিনি বললেন, প্রেমের সম্পর্কে নেই তিনি। প্রপোজাল পেলেও পেরিয়ে এসেছেন। আপাতত তিনি নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। ব্যস্ত জীবন, কাজ নিয়ে ভালোই আছেন রিয়াজ। ‘বউ চুরি’ দেখার পর দর্শকের প্রতিক্রিয়া ভালো লাগে। দর্শক মহলে সমাদৃত হচ্ছেন রিয়াজ লস্কর।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page