টলিউডের টেলিভিশন জগতের অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manashi Sengupta) অবশেষে কিছুদিন আগে জন্ম দিয়েছেন সদ্যজাতর। সংসারে দ্বিতীয় সন্তানের আগমনে খুশির হাওয়া বইছে মানসীর পরিবারে। অভিনেত্রীর কোল আলো করে এসেছে পুত্র সন্তান।
প্রসঙ্গত, অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর যখন সকলের কাছে প্রকাশ পেল তখন থেকেই অভিনেত্রীর অনুরাগীসহ তাঁর অনেক সহকর্মীরা এই দিনটার জন্য অপেক্ষা করছিল। অন্তসত্ত্বা থাকাকালীন মানসী তাঁর রোজকারের জীবনের নানান খুঁটিনাটি বিষয় ফেসবুক ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন। এই দিনই মানসীর পুত্রের মুখ প্রথম প্রকাশ্যে এল।

বলাই বাহুল্য, অভিনেত্রীর শেষ অভিনীত ‘নিম ফুলের মধু’ চলাকালীন জানতে পারেন তিনি প্রেগন্যান্ট। মানসীর ডেলিভারির দিন হসপিটালে উপস্থিত ছিল তাঁর অন স্ক্রিন শাশুড়ি অর্থাৎ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। এইদিনের যাবতীয় কিছু ভিডিও করেন তনুশ্রী।
আরও পড়ুনঃ ছোট অনুমেঘার বড় দায়িত্ব! সিরিয়ালের গণ্ডি পেরিয়ে এবার নতুন রূপে আত্মপ্রকাশ খুদে শিল্পী ‘অনুমেঘা কাহালি’র!
এদিকে বাড়িতে নতুন অতিথি আসবে বলে অতি উৎসাহীত ছিল মানসীর একমাত্র মেয়ে। অভিনেত্রীর ডেলিভারি হওয়ার পরেই সকলের কাছে। সদ্যজাতর মুখ দেখার পরেই অভিনেত্রী তনুশ্রী তাঁর ভিডিওতে তুহু অর্থাৎ মানসীর মেয়েকে জিজ্ঞাসা করেন ভাইয়ের নাম? উত্তরে একরত্তি তুহু জানায়, ‘আমি জানি ওর নাম ভুতু’।
এই দিন তনুশ্রীর ভিডিও মারফত ‘নিম ফুলের মধু’র মৌমিতা ওরফে মানসীর স্বামীকেও হসপিটালে উপস্থিত থাকতে দেখা গেছে। এর আগে অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর নানা ঝামেলা থাকার কারণে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটেছিল। তবে, এখন সম্ভবত সন্তানদের দিকে তাকিয়ে দুজনেই নিজেদের মধ্যে সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করেন।