বাংলা টেলিভিশনের এক পরিচিত খুদে শিল্পী ‘অনুমেঘা কাহালি’ (Anumegha Kahali) , যার মিষ্টি অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। ছোট থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা, আর সেই কারণেই এত অল্প বয়সেই সে হয়ে উঠেছে দর্শকদের প্রিয়। সহজাত অভিনয় দক্ষতা আর প্রাণোচ্ছল উপস্থিতি তাকে অন্যান্য খুদে তারকাদের থেকে আলাদা করেছে।
এই খুদে তারকা প্রথম নজরে আসে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) এর হাত ধরে। সেখানে তার সহজ-সরল অভিনয় ও স্বাভাবিক অভিব্যক্তি দর্শকদের মনে দাগ কাটে। ধীরে ধীরে আরও বেশ কয়েকটি সিরিয়ালে ছোট চরিত্রে দেখা গেলেও, প্রতিটি চরিত্রেই সে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছে, তার মধ্যে “নিম ফুলের মধু” (Neem Phooler Madhu) অন্যতম। এমনকি বড় পর্দায়ও অভিনয় করেছে অনুমেঘা।
যা তার প্রতিভার বিস্তৃত দিগন্তকে প্রকাশ করে। তবে এবার অনুমেঘাকে এক নতুন ভূমিকায় দেখা যাবে, যা তার জনপ্রিয়তার পথে এক নতুন মাইলফলক হতে পারে। সূত্রের খবর, জনপ্রিয় বাংলা রিয়ালিটি শো জি-বাংলার “ডান্স বাংলা ডান্স” (Dance Bangla Dance) -তে এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়— একজন সঞ্চালিকা (Anchor) হিসেবে। অর্থাৎ, অভিনেত্রীর পরিচয়ের পাশাপাশি এবার সে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছে।
এই নতুন দায়িত্ব অনুমেঘার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি দর্শকদের জন্যও এক অন্য অভিজ্ঞতা হতে চলেছে। কারণ, এতদিন তাকে অভিনয় করতে দেখা গেলেও এবার সে পুরো শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবে। বিশেষত, এত কম বয়সে এমন একটি বড় মঞ্চের দায়িত্ব নেওয়া সহজ কাজ নয়, কিন্তু অনুমেঘার আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তাকে সফল করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ “ওর মৃত্যু বদলে দিয়েছিল আমার জীবন, মানতে পারিনি”, অবশেষে পর্দায় ফিরছেন প্রত্যুষা পাল! জানালেন কেন হারিয়ে গিয়েছিলেন?
দর্শকরা ইতিমধ্যেই এই খুদে তারকার নতুন অবতারে ফেরার খবরে উচ্ছ্বসিত। অনুমেঘার অভিনয় প্রতিভা যেমন প্রশংসিত হয়েছে, তেমনই তার সঞ্চালনার ক্ষমতাও কতটা দর্শকদের মন জয় করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের অনুমেঘার অভিনয় কেমন লাগে? এই খুদে শিল্পীর কোন চরিত্র আপনাদের প্রিয়?