জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ওর মৃত্যু বদলে দিয়েছিল আমার জীবন, মানতে পারিনি”, অবশেষে পর্দায় ফিরছেন প্রত্যুষা পাল! জানালেন কেন হারিয়ে গিয়েছিলেন?

অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey) -কে মনে পড়ছে? টলিউডের উদীয়মান তারকা, যিনি মাত্র ২৫ বছর বয়সে নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন। লকডাউনের পর তাঁর অকালপ্রয়াণ নাড়া দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। জানা গিয়েছিল, তিনি সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে একসঙ্গে থাকতেন, আর মৃত্যুর পর সাগ্নিকের বিরুদ্ধে হত্যা ও প্রতারণার অভিযোগ ওঠে। গ্রেফতারও হয়েছিলেন তিনি, তবে আজও পল্লবীর মৃত্যুর প্রকৃত কারণ রহস্যই থেকে গেছে।

‘আমি সিরাজের বেগম’-খ্যাত এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল টলিউডে, আর সেই সময় সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল (Pratyusha Paul)। প্রত্যুষা পাল, বাংলা টেলিভিশনের আরেক উদীয়মান জনপ্রিয় অভিনেত্রী, যিনি ‘তবু মনে রেখো’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এরপর একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

image 72

কিন্তু ২০২০ সালের পর থেকে টেলিভিশনের পর্দায় আর দেখা যায়নি তাঁকে। হঠাৎ এই বিরতির কারণ কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ নিজেই প্রকাশ করলেন প্রত্যুষা। তিনি জানান, ২০২২ সালে অভিনেত্রী এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু পল্লবী দে-এর আকস্মিক মৃত্যু তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। পল্লবীর অকাল প্রয়াণ মানতে পারেননি তিনি। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিনয় থেকে দূরে সরে যেতে বাধ্য হন।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় তাঁকে ক্যামেরার সামনে ফিরতে দিচ্ছিল না। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নেওয়ার পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন প্রত্যুষা। ২০২৪ সালে তিনি একটি ছবির শুটিং করেন, যদিও কিছু সমস্যার কারণে ছবিটি মুক্তি পায়নি। সম্প্রতি তিনি ‘খাঁচা’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন, যা খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে।

টেলিভিশনের পর্দায় ফেরার বিষয়ে প্রত্যুষা বলেন, তিনি আবারও ছোট পর্দায় ফিরতে আগ্রহী। শুধু ধারাবাহিক নয়, তিনি ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও কাজ করতে চান।অভিনয়ের পাশাপাশি অন্যান্য মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠা করতে চান তিনি। সম্প্রতি প্রত্যুষার জনপ্রিয় ধারাবাহিক ‘এসো মা লক্ষ্মী’ আবার দেখানো হচ্ছে জি বাংলায় প্রতিদিন দুপুর ১২:৩০। প্রত্যুষার কামব্যাকের খবরে তাঁর অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। দীর্ঘ বিরতির পর আবারও তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Piya Chanda