জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিনয় জীবনে এবার স্বপ্নপূরণ! সৃজিতের ছবিতে কাজের সুযোগ জনপ্রিয় টেলি অভিনেত্রীর!

অভিনয় জগতে যারাই আসেন তাদের মধ্যে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীদেরই স্বপ্ন থাকে বড়পর্দায় কাজ করার। কারোর এই স্বপ্ন পূরণ হলেও কারোর থেকে যায় অধরা। আবার, অনেকেরই ইচ্ছা থাকে বিনোদন জগতের নামী দামী পরিচালকদের সঙ্গে কাজ করার।

এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম চর্চার বিষয় সৃজিত মুখার্জির আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমাতে কারা কারা কাস্ট হতে চলেছে ইতিমধ্যেই সকলের কাছেই তা স্পষ্ট। আর, সৃজিতের সিনেমা মানেই টলিউডের একটা বড় অংশ দেখা যায় ছবির পর্দায়।

image 71

সৃজিতের আগামী সিনেমাতে যেমন দেখা যাবে শুভশ্রী থেকে শুরু করে পার্নো মিত্র তেমনই ছোটো পর্দার কিছু কলাকুশলীকেও দেখা যাবে। টলিউডের প্রথম সারির এই পরিচালকের ছবিতে দেখা যাবে পর্দার জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা গুহকে।

অলকানন্দা সেই ২০১৭ সাল থেকে ছোট পর্যায়ে চুটিয়ে অভিনয় করলেও এখন আর সেইভাবে দেখা যায় না অভিনেত্রীকে। তবে, অভিনয়ের পাশাপাশি অলকানন্দা একজন ইউটিউব ভ্লগারও বটে। অলকানন্দার উল্লেখযোগ্য সিরিয়ালগুলি হল- ‘নবাব নন্দিনী’, ‘আয় তবে সহচরী’, ‘ইরাবতীর চুপকথা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘জয় বাবা লোকনাথ’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ আরো অনেক।

অভিনয় জগতে এতদিন ধরে থাকা সত্ত্বেও অভিনেত্রীর এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যা, অভিনেত্রীর স্বপ্ন ছিল সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করার। প্রসঙ্গত এই সিনেমাতে ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী এবং ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি দত্তকে। অলকানন্দাকে এই সিনেমায় বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে।

এই ছবির প্রসঙ্গে অলকানন্দ গুহ শহরের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ছ’বছর আগে একটি ধারাবাহিকে ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রটি করেছিলাম। তখন রাণাদা বলেছিলেন, কোনওদিন বড়পর্দায় ‘মহাপ্রভু’ নিয়ে কাজ করলে আমাকেই ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রটি দেবেন। আজ এত বছর পর যে কথা রেখেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, মনে হচ্ছে যেন স্বপ্নপূরণ”।

Piya Chanda

                 

You cannot copy content of this page