জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মাকেও পাশে পাইনি!” মাত্রই ১০ বছরেই শুরু পাত্র দেখা! শিকার হয়েছেন লিঙ্গ বৈষম্যের, অভিনেত্রী রূপা ভট্টাচার্যর জীবন সংগ্রাম চোখে জল আনবে আপনার

অভিনয় জগতে এমন অনেক শিল্পী থাকেন যাদের সচারচর বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। টলিউড জগতে এমন এক অভিনেত্রী হলেন রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharjee)। এই অভিনেত্রী সিরিয়াল জগতের অন্যতম পরিচিত মুখ।

অভিনয় দুনিয়ায় দীর্ঘকালীন থাকার দরুন জীবনে পেয়েছেন সফলতা। তবে, অভিনেত্রীর এই সাফল্যের পিছনে রয়েছে অজানা এক কঠিন লড়াই। ছোটবেলা থেকেই অভিনেত্রী পরিবারের কাছে লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন।

image 65

অভিনেত্রী এই জীবনের কথা জানা যায়, দিদি নং.1-এর মঞ্চে। এই শোতে এসে তিনি জানিয়েছিলেন তাঁর সংগ্রামের কথা। অভিনেত্রী বলেন, “মেয়ের হওয়ার জন্য পরিবার থেকে পেয়েছেন শুধু অবহেলা। ছোট থেকেই তিনি খুব কুণ্ঠিত থাকতেন, কারণ তিনি বুঝতে পারতেন তিনি পরিবারের বোঝা। ছোটবেলায় খাদ্য হিসেবে রূপা ভট্টাচার্যের জন্য বরাদ্দ ছিল তাঁর দাদা খেয়ে যাওয়ার পর বাকি যেটুকু অংশ পরে থাকত”।

রূপা আরও বলেন, “আমার যখন ১০ বছর বয়স, বাড়ি থেকে তখন আমার সম্বন্ধ দেখা শুরু হয়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ঠিক করে বাড়ি থেকে বোঝাটাকে দূরে সরানো যায়। মাকেও পাশে পাইনি”।

কথায় কথায় অভিনেত্রী জানান, সর্বপ্রথম তিনি জি বাংলাতেই সঞ্চালিকা হিসাবে ক্যামেরার সামনে আসেন। সেই সময় রূপা মনে একরাশ স্বপ্ন নিয়ে মাত্র দেড় হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপরই জীবনে শুরু হয় সংগ্রাম। তবে, জীবনে সফল হবার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাঁরা কোনো যোগাযোগ রাখতে চায়নি।

অবশেষে অভিনেত্রী বলেন, “বাড়িতে তাঁর জায়গা হয়নি তো কি হয়েছে ইন্ডাস্ট্রি তাঁকে অনেক কিছু দিয়েছে। এই ইন্ডাস্ট্রি তাঁর পরিবার। তাঁর দ্বিতীয় মা সিনেমা”।

Piya Chanda

                 

You cannot copy content of this page