জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

র‍্যাগিংয়ের প্রমাণ জোগাড়ে ছদ্মবেশে পারুল! বয়েজ হোস্টেলে ঢুকে প্রমাণ জোগাড় করতে পারবে? নাকি সামনের নতুন বিপদ!

জি বাংলার(zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক “পরিণীতা”(parineeta) বর্তমানে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পারুল-ওমকারের জটিল সম্পর্ক, কলেজ রাজনীতি, র‍্যাগিং এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—এই সব কিছু নিয়েই জমজমাট হচ্ছে গল্প। পারুলের সাহস, বিচক্ষণতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই দর্শকদের মন জয় করেছে। আর তাই প্রতি পর্বেই নয়া চমক অপেক্ষা করছে।

গত পর্বে দেখা গিয়েছিল, পারুল রায় এবং তার দলকে কড়া ভাষায় সতর্ক করেছিল যেন তারা ওমকারের ওপর র‍্যাগিং না করে। তবে কলেজে র‍্যাগিং কমার কোনও লক্ষণ নেই, বরং দিনের পর দিন ওমকারের ওপর অত্যাচার বাড়তে থাকে। রায়ান ও তার বন্ধুরা ওমকারকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে চলেছে, যা দেখে পারুলের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে।

যেহেতু বর্তমানে পারুল কলেজের প্রিন্সিপাল স্যারের বাড়িতেই থাকছে, তাই সে সরাসরি র‍্যাগিংয়ের বিষয়ে অভিযোগ জানায়। কিন্তু প্রিন্সিপাল তাকে সাফ জানিয়ে দেন, বাড়িতে থাকার জন্য কোনও বিশেষ সুবিধে পাওয়া যাবে না। যদি সত্যিই র‍্যাগিং নিয়ে অভিযোগ করতে হয়, তবে যথাযথ প্রমাণ লাগবে। পারুলের কাছে সেই মুহূর্তে কোনও ভিডিও বা ছবি না থাকায় তার অভিযোগ ধোপে টেকেনি।

পরিনীতা আজকের পর্ব ২৪ মার্চ (parineeta today episode 24 march)

আজকের পর্বে দেখা যাবে, পারুল এই অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য ছদ্মবেশ ধারণ করবে। সে ছেলেদের মতো সাজসজ্জা করে বয়েজ হোস্টেলে প্রবেশ করে এবং দেখতে পায়, ওমকারের ওপর আবার চরম অত্যাচার চলছে। রায়ান ও তার দল ওমকারকে মারধর করছে, যা দেখে পারুল চুপিচুপি গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করে। কিন্তু সমস্যার সূত্রপাত হয় যখন সে হোস্টেল থেকে বেরোতে যায়! হঠাৎ করেই কয়েকজন ছাত্র তাকে ধরে ফেলে, সন্দেহ প্রকাশ করে এবং প্রশ্ন করতে শুরু করে—এই নতুন ছেলে কে?

এখন প্রশ্ন, পারুল কি নিজেকে বাঁচাতে পারবে? নাকি তার ছদ্মবেশ ফাঁস হয়ে যাবে? সে কি প্রমাণ নিয়ে প্রিন্সিপালের কাছে পৌঁছাতে পারবে? র‍্যাগিং বন্ধ করতে পারুল কি কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে? জানতে হলে চোখ রাখতে হবে আজকের “পরিণীতা”র উত্তেজনাপূর্ণ পর্বে!

Piya Chanda

                 

You cannot copy content of this page