জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রুক্মিণীর মুকুটে নতুন পালক! দেশের গণ্ডী পেরিয়ে এবার হাতে এলো বিদেশের পুরস্কার! কোন বিশেষ অ্যাওয়ার্ডে সম্মানিত হল বিনোদিনী ?

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), যিনি বর্তমানে ‘বিনোদিনী’ নামেও পরিচিত। অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। ২০১৭ সালে চ্যাম্প’ সিনেমার মাধ্যমে দেবের প্রযোজনা সংস্থার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করলেও এই মুহূর্তে সিনে দুনিয়ায় স্বমহিমায় রাজত্ব চালাচ্ছেন রুক্মিণী।

সম্প্রতি, অভিনেত্রীর মুকুটে জুড়েছে নয়া পালক। বিনোদিনী ছবির মাধ্যমে দর্শকদের মন জয়ের পর বিশেষ তকমা পেলেন পর্দার ‘বিনোদিনী’। ইতিমধ্যেই ছবি পেল বিদেশী পুরস্কার। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় পেয়েছে তিনটি পুরস্কার।

এখানেই শেষ নয়, এমনকি ‘অডিয়েন্স চয়েজ় অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি রুক্মিণী পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার এবং রামকমল পেলেন সেরা পরিচালক-এর পুরস্কার। স্বাভাবিকভাবেই, এই খুশির খবর খুবই গর্বের ব্যাপার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য।

রামকমল পুরস্কার প্রাপ্তির পর জানিয়েছেন, “দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রুক্মিণী ও গোটা ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজ়ফুল শো ও তার পরে তিনটে অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি”।

প্রসঙ্গত, বিনোদিনীর পরে রামকমলের আবারও আসছে বাংলা ছবি। সিনেমার নাম ‘লক্ষীকান্তপুর লোকাল’। তবে, এখন দেখার বিষয় এটাই যে, পরিচালকের আসন্ন সিনেমা বিনোদিনীর থেকে ভিন্ন ধারার ছবি ঠিক দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে?

Piya Chanda

                 

You cannot copy content of this page