বর্তমানে, বাংলার টেলি জগতে বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ‘পরিণীতা’ (Parineeta)। এই ধারাবাহিকের প্রায় প্রতিটা পর্বেই দেখা যাচ্ছে নতুন চমক। সবে মাত্র কিছুদিন হয়েছে বসু পরিবারে রাকাকে নিয়ে এক বিশাল কান্ড ঘটে গিয়েছে। এই ঘটনার ফলে পারুল ও রায়ান এক হলেও দাদুর থেকে দূরত্ব তৈরী হয়েছে তাঁর নাত বউয়ের।
এখনকার দিনে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাঁরা ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় না করলেও সিরিয়ালের এক একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তাঁরা। ফলত বলা যেতেই পারে, ধারাবাহিকের নায়ক নায়িকার পাশাপাশি পার্শ্ব চরিত্রেরও অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ।

অন্যদিকে আবার, অভিনয় জীবনের মতই ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী সিঙ্গেল নন। তবে, কে সেই মনের মানুষ? খোঁজ নিয়ে জানা গেছে অভিনেত্রী যার সঙ্গে সম্পর্ক রয়েছেন তিনি এই ইন্ডাস্ট্রির কেউ নন। বেশ কয়েকদিন আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে ফাঁস হয় সেই গল্প। বাংলার দিদি অর্থাৎ রচনা ব্যানার্জিকে বলেন তাঁর মনের মানুষের কথা।
আরও পড়ুনঃ আমি শুনি সবার কথাই, কিন্তু করি সেটাই যেটা নিজের মন চায়! হঠাৎ করে কেন বয়েই গেল ছেড়ে ছিলেন বাসবদত্তা? কি জানালেন অভিনেত্রী?
শৈলী যার সঙ্গে সম্পর্কে রয়েছে তার নাম প্রদ্যুম্ন মুখার্জি। শত ব্যস্ততার মাঝেও ফাঁক পেলেই একসঙ্গে সময় কাটান এই জুটি। কদিন আগেই অভিনেত্রী তার প্রেমিকের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। অনেক বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক থাকলেও সোশ্যাল মিডিয়ায় খুব একটা ছবি শেয়ার করতে দেখা যায় না অভিনেত্রীকে। ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে অভিনেত্রী জীবনের এই খুশির খবর শুনে অনেকেই আগ্রহী উঠেছেন কবে তাঁরা বিয়ে করছেন এই ভাবনায়।