টেলিভিশন (Television) পর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)। ছোটপর্দায় মাধ্যমে উত্তরণ অভিনেত্রীর। সিরিয়ালের মাধ্যমে তাঁর অভিনয় জগতে পথ চলা শুরু। ছোটপর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’য়। আর এবার নিজের অভিনয়ের জার্নি শোনালেন তিনি।
টেলিভিশন পর্দার অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী বাসবদত্তা। অভিনয় জগতে নিজের জার্নি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উনিশ কুড়ি, সানন্দা-এর মাধ্যমেই জার্নি শুরু হয়েছিল তাঁর। সময় আসতে ধীরে ধীরে তিনি অভিনয় শুরু করেন সিরিয়ালে। তবে তার আগে কোন সঠিক পোর্টফোলিও ছিল না অভিনেত্রীর।

জি বাংলার ‘বয়েই গেল’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এটি সেই ধারাবাহিক অভিনেত্রীকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। বাঙাল ও ঘটি বাড়ির চিরন্তন ঝগড়া থেকে ভালোবাসা এই ছিল ধারাবাহিকের রসদ। এক সময় ঘরে ঘরে এই ধারাবাহিক সম্প্রচারিত হত। পর্দার কৃষ্ণা চরিত্রে বাসবদত্তার সাবলীল অভিনয় দাগ কাটে দর্শক দের মনে।
তবে হঠাৎ করেই ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন ছেড়েছিলেন বয়েই গেল? এই প্রশ্ন আজও ঘোরাফেরা করে সিরিয়াল প্রিয় দর্শকদের মনে। অভিনেত্রী বললেন, বিশেষ কিছু কারণে তিনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও বয়েই গেল ছেড়ে দেন। যদিও মূল কারণ তিনি ব্যাখ্যা করেননি। তবে এরপর থেকে চারিধারে রটতে থাকে, বাসবদত্তা আর অভিনয় করবেন না।
আরও পড়ুনঃ চূড়ান্ত ব্যস্ততা তার মাঝেই বিয়ের এক মাস উদযাপন রুবেল-শ্বেতার! একান্তে কাটালেন সময়
অভিনেত্রী বললেন, তিনি নিজেও জানতেন না যে অভিনয় তিনি করবেন না! তবে এসব কথা তাকে থামাতে পারেনি। স্টার জলসার নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনেত্রী বলেন, তাঁকে সবাই শাড়ি পরা, বিনুনি, কপালে ছোট্ট টিপ পরা রাবীন্দ্রিক মেয়েটি ভেবে এসেছে। তাই ছক ভেঙ্গে অন্য কোন কিছু করতে চাইলেই বাধার সম্মুখীন হতে হত। তবে অভিনেত্রীকে থামানো যায়নি। তিনি বললেন, তিনি যেভাবে ভেবেছিলেন ঠিক সেভাবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছেন।