জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে শেষ হচ্ছে পর্ণা-সৃজনের যাত্রা। টেলিভিশনের পর্দায় বৈবাহিক জীবনযাত্রা শেষ হলেও সবেমাত্র কিছুদিন হলে শুরু হয়েছে বাস্তবিক জীবনের সাংসারিক যাত্রা। এক কথায় বলা যায় সময় যেন বয়ে যায় নদীর স্রোতের ন্যায়।
এই সবেমাত্র কয়েকটা দিন হল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে শ্বেতা-রুবেল। আর, এর মধ্যেই পেরিয়ে গিয়েছে এক মাস। কাজ করার পাশাপাশি চুটিয়ে চলছে সংসার। দীর্ঘ চার বছর ধরে প্রেম করার পর অবশেষে দুই পরিবারের আশীর্বাদে চার হাত এক হয়েছে, দায়িত্ব নিয়েছে একে অপরকে সুখে-দুঃখে ভালো রাখার।

বর্তমানে, এই তারকা দম্পতি রয়েছে জি বাংলার ভিন্ন দুই ধারাবাহিকে। যেহেতু দুজনেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাই বিয়ের পরেই তড়িঘড়ি করে কাজে ফিরেছেন তাঁরা। টানা শুটিং-এর মধ্য দিয়েই পূর্তি হয়েছে এক মাস সাংসারিক জীবনের।
আরও পড়ুনঃ বাবার জন্মদিনে মৃত্যুর গুজব! ‘এমন মূর্খতা মেনে নেওয়া যায় না, গ্রেফতার করা উচিত’—ভুয়ো খবরে ক্ষুব্ধ সুজন মুখোপাধ্যায়!
আর এই এক মাস পূর্তিতে সেলিব্রেশন হবে না তা কখনো হয় নাকি। শত ব্যস্ততার মাঝেও বউকে সঙ্গে নিয়ে একান্তে সময় কাটাতে রেস্টুরেন্টে গেলেন ডিনার করতে অভিনেতা রুবেল। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “একটা মাস বিয়ের হল, তাই একটু বউ এর সাথে খাওয়া দাওয়া না করলে হয় নাকি?”। প্রসঙ্গতা বলা যায়, যমুনাথী সিরিয়ালের মাধ্যমে এই জুটির প্রেম পর্ব শুরু হয়। তবে, তাঁরা কোনোদিনও নিজেদের সম্পর্ক হয়ে লুকিয়ে রাখেননি দর্শকদের থেকে।