রবিবার রাতে কলকাতার এক বিলাসবহুল হোটেলে চমকপ্রদ এক মুহূর্তের সাক্ষী হলো সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও বাংলাদেশের সুপারস্টার শাকিব খান (Shakib khan)। টলিউডের অন্যতম মহাতারকার সাথে সৌমিতৃষার এই বিশেষ সাক্ষাৎ মুগ্ধতার আবেশে ভরা ছিল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানালেন, শাকিবের সাথে এই প্রথম সাক্ষাৎ হলেও তাঁদের মধ্যে কথা বিনিময় ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। সৌমীতৃষার কথায়, শাকিবের ব্যবহারে এমন আন্তরিকতা লক্ষ্য করেছেন, যা তাকে আরও প্রভাবিত করেছে। বড় পর্দার এই মহাতারকা যেন একদম মাটির কাছাকাছি মানুষ, আর এখানেই দেব কিংবা জিৎ-এর সঙ্গেও তাঁর তুলনা টেনে আনেন তিনি।
দেবের সঙ্গে শাকিবের তুলনা টানলেন সৌমীতৃষা!
সম্প্রতি, টেলি অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে বড় পর্দায় শাকিবের কাজ দেখেছে বাংলাদেশ। শাকিবের বিপরীতে ‘দরদ’ ছবিতে অভিনয় করছেন সোনাল চৌহান। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শিল্পীদেরও সুযোগ দিতে চাওয়া শাকিবের এই নতুন পদক্ষেপ তাঁকে ভারতীয় মিডিয়ায় আরও আলোচনায় নিয়ে এসেছে। নতুন প্রজেক্টে শাকিবের পাশে ফের দেখা যাবে ইধিকাকে। তবে এবার সৌমীতৃষার ইচ্ছে, তিনিও বড় পর্দায় এই মহাতারকার সঙ্গে কাজ করবেন, যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলাপ শুরু হয়নি।
কলকাতার এক প্রযোজনা সংস্থা আসন্ন বছর ১৮টি ছবি রিলিজের ঘোষণা করেছে। সেই অনুষ্ঠানে শাকিব খানও উপস্থিত ছিলেন। সৌমীতৃষা জানান, তাঁকে একঝলক দেখেই চিনতে পেরেছেন শাকিব। এই তারকার সাথে কিছুক্ষণের জন্য হলেও একান্তে কথা বলতে পেরে তিনি অভিভূত। তাঁর মতে, শাকিবের সাথে কথোপকথন ছিল অত্যন্ত স্মরণীয়, এবং বড় তারকাদের মধ্যে এমন অমায়িকতা দেখে তিনি বিস্মিত। তিনি বলেন, “মানুষটা একেবারে মাটির কাছাকাছি, যেমন দেবদা বা জিৎদা। এমন বড় তারকাদের এই অমায়িকতাই তাদের আলাদা করে তোলে।”
সৌমীতৃষা আরো জানালেন, তাঁর স্বপ্ন শুধু শাকিব খানই নন, শাহরুখ খানের সঙ্গেও একদিন কাজ করা। তাঁর মতে, এমন বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করাই তারকার জীবনের অন্যতম অভিজ্ঞতা। বাংলাদেশের মহাতারকার সাথে এই সংক্ষিপ্ত আলাপচারিতা তাঁকে উৎসাহিত করেছে এবং শাকিবের এই সাদামাটা ব্যবহার তাকে আকৃষ্ট করেছে।
আরও পড়ুন: আদি-আনন্দীর টানাপোড়েনে বাড়ছে রহ’স্য, ১৭ দিনের লড়াইয়ে কি পারবে আনন্দী নিজেকে প্র’মাণ করতে?
এই সাক্ষাতেই সৌমীতৃষার মনে বড় তারকাদের প্রতি আরও সম্মান জন্ম নিয়েছে। ভবিষ্যতে কাজের সুযোগ আসবে কি না, তা সময়ই বলবে। তবে এই এক ঝলকের অভিজ্ঞতা সৌমীতৃষার জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে রইল, যা তাঁকে বড় পর্দার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।