জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় ফিরছে শ্রেয়া! নতুন চরিত্রে নতুন গল্প নিয়ে আসছে ‘মেয়েবেলা’র টিকলি

বিনোদন জগতে এমন কিছু অভিনেতা বা অভিনেত্রীরা রয়েছেন যাঁদের খুব একটা পর্দায় দেখা না গেলেও, তাঁদের অভিনীত চরিত্র দর্শকদের মনে জায়গা করে নেয়। তেমনই এক অভিনেত্রী হলেন শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharjee)। বলে রাখা ভালো, শ্রেয়ার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘ইন দেয়ার লাইফ’ ওয়েব সিরিজের মাধ্যমে।

এই অভিনেত্রীকে ছোটো পর্দায় প্রথম দেখা গেছিল স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে। তাও, এই সিরিয়ালে অভিনেত্রী পার্শ্ব চরিত্রে সাবলীলভাবে অভিনয় করাতেও বিশেষভাবে নজর কেড়েছিলেন দর্শকদের। চরিত্রের নাম ছিল টিকলি।

image 13

মেয়েবেলা ধারাবাহিকের পর অভিনেত্রীকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। কিন্তু অন্যদিকে, শ্রেয়া হলেন ওয়েব সিরিজ জগতের খুবই পরিচিত মুখ। এছাড়াও, অভিনেত্রীকে অনেকবার বড় পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। শ্রেয়া অভিনীত ‘উল্টো পুরাণ’ ও ‘খোলাম কুচি’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

তবে এখন শোনা যাচ্ছে হাতে এসেছে নতুন কাজ। অভিনেত্রী বহুদিন পর ফিরছেন বড়ো পর্দায়। অমিতাভ ও চট্টোপাধ্যায় এর পরিচালনায় আসন্ন ছবির নাম ‘আদিম’। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে যুধাজিৎ সরকারকে। কৌতুক এবং রহস্য মোরা এই সিনেমার দর্শকদের মধ্যে তৈরি করবে টানটান উত্তেজনা। সম্ভবত এই বছরের মাঝামাঝি সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page