স্টারকিড দের নিয়ে মানুষের আগ্রহ চিরকালের। আর তা যদি হয় প্রিয় তারকা দম্পতির তাহলে তো আর কথাই নেই। সে বলিউড হক কিংবা টলিউড, তারকা সন্তানদের মানুষ বেশ পছন্দ করে। ‘কারিনা’ পুত্র ‘জায় এবং তৈমুর’ তো একসময়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন ছিলো। আবার বর্তমানের ‘রণবীর ও আলিয়া’ কন্যা ‘রাহা’ সেই জায়গা নিয়েছে। কিন্তু আমাদের টলিউড ও পিছিয়ে না।
টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ‘রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে’র ছেলে ‘ইউভান’ বরাবরই ভক্তদের ভালোবাসায় ভাসে। কখনো তার মিষ্টি হাসি, কখনো দুষ্টু মিষ্টি কীর্তি মন জয় করে নেয় সবার। এত অল্প বয়সেই ইউভান যেন তার নিজস্ব পরিচিতি তৈরি করে নিচ্ছে। তার নিষ্পাপ কীর্তি, মিষ্টি হাসি আর খুনসুটি সবসময় মন জয় করে নেয় নেটিজেনদের। এই খুদে স্টারের প্রতিটি মুহূর্ত দেখার জন্য ভক্তরা অপেক্ষায় থাকেন।

আর ইউভানও ঠিক তেমনভাবেই নতুন কিছু করে সকলকে চমকে দেয়! সম্প্রতি, রাজ চক্রবর্তী এক বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইউভান মেঝেতে বসে মন দিয়ে আঁকিবুকি কাটতে ব্যাস্ত। রবিবার দিন যখন বড় থেকে বাচ্চা সকলেই ছুটির আমেজে, তখন একরত্তি ইউভান মেঝেতে বসে সাদা চক দিয়ে লিখছে ইংরেজি অক্ষর ও সংখ্যা। কালো মেঝেই যেন তার ক্যানভাস। ফুটে উঠছে শিশুমনের ভাবনা।
আরও পড়ুনঃ রুদ্ররূপের চক্রান্ত ফাঁস! ফুলকি-রোহিত কি আলাদা হবে নাকি সামনে আসবে আরও বড় রহস্য?
ভিডিওটির শিরোনামে লেখা, “মাই স্টার মাই বেবি মাই জান”। শুভশ্রীও ছেলের এই ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত। রবিবারের ছুটির দিনেও এভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ায় অনেকেই তাকে “খুদে মেধাবী” বলে প্রশংসা করছেন। নেটিজেনরা যেমন ইউভানের এই কিউট কীর্তিতে মুগ্ধ, তেমনি রাজ-শুভশ্রীর অভিভাবকসুলভ দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, “ইউভানকে যেভাবে বড় করা হচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
শুভশ্রী ও রাজ দুজনেই ছেলেকে স্বাভাবিকভাবে বড় করতে চান। তাই স্টারকিড হয়েও ইউভানের শৈশব খুব সাধারণভাবেই কাটছে। রাজ আগেও বলেছিলেন, তারা চান ছেলেকে কঠোর পরিশ্রমের মূল্য বুঝিয়ে বড় করতে। ইউভান কখনও বাবার সঙ্গে খেলায় মেতে ওঠে, তো কখনও মায়ের সঙ্গে ছবি আঁকে। ভবিষ্যতের কথা চিন্তা না করে আপাতত ইউভানের শৈশবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে তার পরিবার ও অনুরাগীরা!