জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিমি নয়, ‘দুষ্টু কোকিল’-এ মঞ্চ মাতালেন শুভশ্রী! মায়ের নাচ দেখে মুগ্ধ ইয়ালিনী-ইউভান!

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, বিনোদন জগতের শিল্পীদের জন্য এটি অন্যতম উল্লেখযোগ্য এক সম্মান। বাংলার টলিউডকে কেন্দ্র করে গত ১৭ই মার্চ শহরের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল এই বিশেষ অনুষ্ঠান। এই দিন টলিউডের (Tollywood) সঙ্গীত জগতের কলাকুশলী থেকে শুরু করে রুপালি পর্দার সকল অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিল এই অনুষ্ঠান।

প্রসঙ্গত, এই দিন শহরের নামজাদা শিল্পীদের পারফরম্যান্স ছিল তাক লাগানো। আর এই অনুষ্ঠানের জন্যই এতদিন নাচের প্র্যাকটিসে ব্যস্ত ছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ইতিমধ্যে, অভিনেত্রী ও তাঁর একরত্তি কন্যা ও পুত্র সন্তান ঘিরে একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

image 58

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী নাচের প্র্যাকটিসের সময় হাজির হয় ইউভান-ইয়ালিনী এবং রাজ। মঞ্চের সামনে দাঁড়িয়ে রীতিমতো বাবার সঙ্গে মায়ের নাচের প্র্যাকটিস দেখছে দুই ভাই-বোন।

অভিনেত্রী, মিমি চক্রবর্তীর ‘দুষ্টু কোকিল’ গানে নাচ প্র্যাকটিস করছিলেন অভিনেত্রী। আর, এই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে দেখছিল রাজ শুভশ্রীর দুই সন্তান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিনেত্রী লেখেন, “ফিল্মফেয়ারের রিহার্সালের বিহাইন্ড দ্য সিন”। প্রসঙ্গত অভিনেত্রী ‘বাবলি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page