জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) শুরু থেকেই এক সাহসী মেয়ের স্বপ্নের লড়াই দেখাচ্ছে। বক্সার হওয়ার স্বপ্ন দেখা ফুলকির জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ, কিন্তু সে কখনও হার মানেনি। এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন দেব্যানি মণ্ডল (Devyani Mondal), আর তার সঙ্গে নায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বোস (Abhishek Bose)। তবে গল্পের অন্যতম রহস্যময় এবং শক্তিশালী চরিত্র রুদ্ররূপ সান্যালের ভূমিকায় রয়েছেন সুদীপ সরকার (Sudip Sarkar), যার উপস্থিতিই গল্পকে আরও টানটান করে তুলেছে।
সিরিয়াল যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, চারদিকে দোল উৎসবের আনন্দ চলছে। সবাই রং খেলায় ব্যস্ত, হাসি-আনন্দে মেতে আছে। কিন্তু এই উৎসবের মধ্যেই রুদ্ররূপ এমন এক আদেশ দেয়, যা দর্শকদের কাঁপিয়ে দিয়েছে! সে একজনকে নির্দেশ দেয়, “রায়চৌধুরীদের কোনও খোঁজ পেলেই, যেখানে দেখবে, গুলি করে দেবে!” এই একটি সংলাপই বুঝিয়ে দিয়েছে, সামনে যে কোনো বড় ঝড় আসতে চলেছে। ফুলকির জন্য এবার পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে, কারণ এই আদেশ কার্যকর হলে তার পরিবার চরম বিপদের মধ্যে পড়বে।

ঠিক এই মুহূর্তে ফুলকি রুদ্রর সামনে এসে দাঁড়ায়— সম্পূর্ণ রঙে মাখামাখি, তার মুখে লাল আবির, কিন্তু চোখ দুটো যেন রক্তজবার মতো জ্বলছে! সে এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে। এতদিন ফুলকি নিজের লড়াইটা নীরবেই চালিয়ে গিয়েছিল, কিন্তু এবার সে রুদ্রর সামনে এসে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল! তার এই আবির মাখা মুখ দেখে বোঝাই যাচ্ছে, এবার সে তার শক্তির আসল রূপ দেখাতে চলেছে। রুদ্র কি বুঝতে পারবে যে তার সামনে দাঁড়িয়ে থাকা ফুলকি সেই নিরীহ মেয়ে নয়, যে শুধু স্বপ্ন দেখত?
আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হলেন মানসী! হাসপাতালের বিছানায় বসে পেলেন মেয়ের বিশেষ বার্তা ও উপহার! রাজকুমার না রাজকুমারী, কে এল অভিনেত্রীর ঘরে?
এই দৃশ্য দেখে দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন— ফুলকি কি এবার সরাসরি রুদ্রর বিরুদ্ধে রুখে দাঁড়াবে? নাকি সে অন্য কোনো চাল দেবে? রুদ্র কি বুঝতে পারবে যে তার বিপদ আরও কাছেই চলে এসেছে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাত ৭:৩০-এ সম্প্রচারিত এই পর্বে। তাই চোখ রাখুন পর্দায়, কারণ ফুলকি-তে এবার আরও বড় চমক অপেক্ষা করছে!