জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দ্বিতীয়বার মা হলেন মানসী! হাসপাতালের বিছানায় বসে পেলেন মেয়ের বিশেষ বার্তা ও উপহার! রাজকুমার না রাজকুমারী, কে এল অভিনেত্রীর ঘরে?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) অভিনয়ের জগতে বহুদিন ধরেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ছোট পর্দায় তাঁর অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত হয়েছে, বিশেষত পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের চরিত্রগুলোর জন্য। নিজের সাবলীল অভিনয়শৈলী ও চৌকস উপস্থিতির জন্য দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বহু জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখা গেছে, যেখানে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) অন্যতম।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মানসী বরাবরই খোলামেলা এবং স্পষ্টবাদী। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। তাঁর ভক্তরা সবসময়ই তাঁর আপডেট জানতে উৎসুক থাকে। তাই যখন তিনি দ্বিতীয়বার মাতৃত্বের পথে এগিয়ে গেলেন, তখন থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে। মা হওয়ার আনন্দ, উদ্বেগ এবং প্রতীক্ষা নিয়ে ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি জানা গেছে, মানসী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কারণ কিছু ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। যদিও সেটা বড় কিছু নয়, কিন্তু সাবধানতার জন্যই তাঁকে তাড়াতাড়ি ভর্তি হতে হয়েছিল। হাসপাতালের বিছানায় বসেই হাসিমুখে গল্প করতে দেখা গেছে তাঁকে। তবে তিনি নিজেই মজা করে বলেছেন, যে খাবার তিনি এতদিন মেয়েকে জোর করে খাওয়াতেন, আজ সেই খাবারই তাঁর গলা দিয়ে নামছে না! তাই মেয়ের জেদ বোঝার জন্য নিজেকেই দোষী মনে করছেন তিনি।

এই বিশেষ সময়ে তাঁর ছোট্ট মেয়েটিও কিন্তু চুপ করে নেই। মায়ের প্রতি ভালোবাসা জানাতে সে বিশেষ কিছু উপহার পাঠিয়েছে হাসপাতালে। সঙ্গে দিয়েছে একটি আবেগঘন চিঠি, যেখানে সে লিখেছে, “মা, তোমায় অনেক ভালোবাসি, আর আমার ছোট্ট বেবিকেও। তোমাদের দুজনকে অনেক আদর। টাটা!” এই ছোট্ট বার্তাই যেন মানসীর জন্য বড় শক্তি হয়ে উঠেছে। হাসপাতালের বিছানায় বসে প্রতিটি মুহূর্ত গুনছেন তিনি, আর এই চিঠি যেন তাঁকে আরও সাহস দিচ্ছে।

এবার আর অপেক্ষার শেষ, কারণ ইতিমধ্যেই সুখবর এসেছে! মানসী সেনগুপ্ত এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। মেয়ে আগেই বলেছিল, ভাই হলে সে মায়ের জন্য খেলনা বন্দুক-পেন পাঠাবে, আর এবার সেই ইচ্ছাই সত্যি হয়েছে! নতুন অতিথির আগমনে গোটা পরিবার উচ্ছ্বসিত। হাসপাতাল থেকেই মানসী জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। এখন কেবল অপেক্ষা, ছোট্ট ভাইকে কোলে নিয়ে দিদির প্রথম প্রতিক্রিয়া দেখার!

Piya Chanda

                 

You cannot copy content of this page