জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিষ্টির দোকান দিলেন সৌমিতৃষা! মিলবে মিঠাই! যাবেন তো?

মিষ্টি ছাড়া বাঙালির জীবন কল্পনা করাই কঠিন! সকালে লুচি-আলুর দমের পর মিষ্টি না হলে যেন স্বাদ সম্পূর্ণ হয় না। আর কোনও উৎসব হলে তো কথাই নেই—রসগোল্লা, ল্যাংচা, চমচম, মিহিদানা না থাকলে যেন আনন্দই অপূর্ণ। তবে কেমন হবে যদি আপনার প্রিয় অভিনেত্রীকেই দেখা যায় মিষ্টি বানাতে? অবাক হচ্ছেন?

ছোটপর্দার ‘মিঠাই’ চরিত্রটি বাঙালির মনের খুব কাছের। মিষ্টির দোকানের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাস্তবেও এক মিষ্টির দোকানে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। আর সেই দৃশ্য দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। তবে তিনি কি সত্যিই মিষ্টি বানাচ্ছিলেন, নাকি এটি শুধুই প্রচারের অংশ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

আসলে ঘটনাটি ঘটে এক সাক্ষাৎকার চলাকালীন। একটি জনপ্রিয় মিষ্টির দোকানে ছিলেন সৌমিতৃষা। সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎই তাঁকে মিষ্টির ট্রেতে হাত লাগাতে দেখা যায়। অরেঞ্জ রঙের চুরিদার পরা অভিনেত্রীকে তখন একেবারে পেশাদার মিষ্টি কারিগরের মতোই দেখাচ্ছিল। তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘‘আপনি কী বানাচ্ছেন?’’ উত্তরে তিনি বলেন, ‘‘এটি মিঠাই মিষ্টি!’’ আর এই মুহূর্তটিই ধরা পড়ে ক্যামেরায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের প্রতিক্রিয়া আসে ঝড়ের গতিতে। অনেকেই প্রশংসা করে বলেছেন, ‘‘মিঠাই বাস্তবেও মিষ্টির কারিগর!’’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘‘এবার মিষ্টির দোকানে গেলে ‘মিঠাই’ বানানো মিষ্টি খেতে পাব?’’ তবে অন্য একটি অংশের মতে, সৌমিতৃষাকে পুরো মিষ্টি বানাতে দেখা যায়নি, বরং তিনি শুধু মিষ্টির ওপর কাজু বাদাম সাজাচ্ছিলেন। অনেকে মন্তব্য করেছেন, ‘‘শুধু সাজালেই তো মিষ্টি তৈরি হয় না!’’

তবে প্রশংসা আর সমালোচনার মাঝেও একথা স্বীকার করতেই হবে, সৌমিতৃষা যে অভিনয়ের বাইরেও নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন, তা স্পষ্ট। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, তিনি যেকোনো পরিস্থিতিতে সাবলীল। আর এই কারণেই তো ভক্তদের কাছে তিনি এত জনপ্রিয়!

Piya Chanda