অস্কার (Oscar), মানুষের জীবনের অন্যতম স্বপ্ন। বিশেষত বিনোদন জগতের মানুষেরা এই আকাশছোঁয়ার স্বপ্ন দেখেই থাকেন। কিন্তু কজনইবা করতে পারে সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছিল বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। গায়িকা ইমন টলিউড ইন্ডাস্ট্রিতে বড়ো পরিচিত মুখ।
ইদানিংকালে, টলিউড জগতে শুনতে পাওয়া যাচ্ছিল আচমকাই সাড়া ফেলে দেবার মতন একটি ঘটনা। ইমনের গান স্থান পেয়েছে অস্কার পাওয়ার তালিকায়। খুব স্বাভাবিকভাবেই বাংলার সঙ্গীতমহলসহ আনন্দিত গোটা বাংলা। বাংলার ঘরের মেয়ের গাওয়া গান পেতে চলেছে এত বড় সম্মান, ব্যাপারই আলাদা। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ গেয়েছিলেন গায়িকা ইমন। চলতি বছরের শিশু দিবসে মুক্তি পেয়েছিল এই গানটি।
অস্কার পাওয়ার খবর পাওয়া মাত্রই স্বয়ং গায়িকা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করেছিলেন। ইমন এর সঙ্গেই অনেক প্রশংসাও কুরিয়েছিলেন দর্শক মহল থেকে। কিন্তু বর্তমানে জানতে পারা যাচ্ছে তাঁর গাওয়া সেই গান অবশেষে বাদ পড়ে গেছে। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় ‘ইতি মা’ স্থান পেলেও চূড়ান্ত পর্যায়ে গিয়েও টিকে থাকতে পারল না ইমনের গান। অবশ্য, ‘পুতুল’ সিনেমার এই গান কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: বিয়ে নিয়ে ন্যাকামোর সময় ওশের কথা মাথায় ছিলনা! হঠাৎ দরদ শ্রীময়ীর, ‘ছেলে বাবাকে মিস করেনা’ স্পষ্ট কথা পিঙ্কির
‘ইতি মা’ গানটির সুর দিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায় এবং গানটি লিখেছেন গীতিকার অনির্বাণ ভট্টাচার্য। বাংলার এই স্বপ্নকে ছোঁয়ার এত কাছাকাছি গিয়েও শেষমেষ আশা পূর্ণ না হওয়াতে খানিক মন ভার ইমনসহ এই সিনেমার সমস্ত কলাকুশলীদের। অবশ্য, এই গান যে এতদূর পর্যন্ত পৌঁছেছে তা নিয়েই বেশ খুশি ছবির পরিচালক। অস্কার পাবার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার খবর জানালেন গায়িকা নিজেই। এই বিষয়কে কেন্দ্র করে ইমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অস্কারে সেরা ১৫ গানের মধ্যে নিজের জায়গা করে নিতে পারেনি ইতি মা।”