জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আহা সম্পর্ক! ফাটল ধরেছিল সম্পর্কে, হঠাৎই রটনা উড়িয়ে পিতৃ দিবসে দেবকে শুভেচ্ছা রুক্মিণীর

দেব (Dev)-রুক্মিণী (Rukmini Maitra), টলিউড ফিল্ম জগতে অত্যন্ত পরিচিত এবং চর্চিত জুটির মধ্যে একটি। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন সব জায়গাতেই জুটিকে দেখতে পাওয়া যায় স্বমহিমায়। অভিনেত্রী রুক্মিণীর ‘চ্যাম্প’ সিনেমার হাত ধরে বলিউড সিনেমা জগতে পা রেখেছিলেন। আবার, সেই সিনেমাতে অভিনেত্রীর বিপরীতে দেখতে পাওয়া গিয়েছিল দেবকে। তখন থেকেই বাংলারই বিনোদন জগতে শুরু এই জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জন।

অবশ্য এখনও স্পষ্ট করে এই জুটি তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখে-দুঃখে সর্বদাই এই অভিনেতা-অভিনেত্রীকে একে অপরের পাশে দেখতে পাওয়া যায়। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা শহর সারা পশ্চিমবঙ্গ জুড়ে জোরদারভাবে চলছে ‘খাদান’-এর প্রমোশন।

গত ১৮ ডিসেম্বর সকলের সামনে প্রকাশ্যে এসেছে খাদানের ট্রেলার, যা থেকে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীসহ সকল দেব ভক্তরা। এই দেখে অভিনেত্রী রুক্মিণী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “বাপরে বাপ! কাল থেকে বাংলায় শুধুই শুভ পিতৃদিবস, সরি মানে খাদান ডে।” কিন্তু এই পোস্ট দেখে অনেকেই বুঝতে পারল না হঠাৎ অভিনেত্রী দেবকে কেন পিতৃ দিবসের শুভেচ্ছা জানালেন। আসলে, এই সিনেমার মধ্যেই একটা গান আছে, “যা যা বলে দে, তোর বাপ্ এসেছে।” খানিক এই কারণেই মজার চলে অভিনেত্রী দেবকে পিতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

রুক্মিণীর এই পোস্টের রিপ্লাইয়ে দেব বলেছেন, “ধন্যবাদ প্রিয়। তোমার কাছ থেকে পাওয়া সমর্থন সবসময়ই একটু আলাদা। আমিও বিনোদিনীতে তোমার দারুণ একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি।” এই দুই অভিনেতা-অভিনেত্রীর কথোপকথন দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কতটা মধুর। কিন্তু কিছুদিন আগে রটেছিল দেব এবং রুক্মিণীর সম্পর্কে দূরত্ব বেড়েছে। এমনকি ইনস্টাগ্রামে নাকি রুক্মিণী দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছেন।

এই ধরনের ভুল খবর নিয়ে একেবারেই চিন্তিত নয় অভিনেতা। বরং, বেজায় ব্যস্ত ‘খাদান’ নিয়ে। যখন এই খবর ছড়িয়েছিল সেই সময় দেব উত্তরে বলেছিল, “রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছেন না সেটা নিয়ে আমি দশজনকে উত্তর দিতে যাব না।”

TollyTales NewsDesk