জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জলসা জমজমাট, আসছে নতুন ধারাবাহিক ‘অধিলক্ষী’, ফিরছেন জনপ্রিয় নায়ক নায়িকা, বন্ধ হচ্ছে কোন ধারাবাহিক?

বাঙালিদের কাছে সিরিয়াল এখন রোজনামচার জীবনে অতপ্রতভাবে জড়িত। ভাত না খেলে যেমন রাতের ঘুম হজম হয় না, তেমনই সিরিয়াল না দেখলে দিনের শেষে গিয়ে মনে হয় যেনো কিছু একটা মিস হয়ে গেছে। বলাই বাহুল্য, সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও এই অভ্যাসের পা ফাঁদে পা দিয়েছেন। এখন যেনো সিরিয়াল (Serial) আর দর্শক একে অপরের পরিপূরক।

ব্রেকিং নিউজ, আগামী দিনে আসতে চলেছে বাংলার টেলিভিশন জগতে। আজকালকার দিনে, বিভিন্ন চ্যানেলে চলতে থাকে হরেক রকমের ধারাবাহিক। কোনো সিরিয়াল চলতে থাকে বছরের পর বছর আবার কোনো সিরিয়াল কয়েক মাস গড়াতে না গড়াতেই শেষ হয়ে যায়। স্টার জলসা থেকে শুরু হয় জি বাংলা, কালার্স বাংলা এমনকি সান বাংলাতে দিনভর ধরে চলতে থাকে ধারাবাহিক। কিন্তু, এই মুহূর্তে শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল, নাম ‘অধিলক্ষী’।

এই ধারাবাহিক শুরু হতে চলেছে ম্যাজিক মোমেন্টসের প্রোডাকশন হাউজের মাধ্যমে। এর আগে এই প্রযোজক সংস্থা উপহার দিয়েছে অনেক হিট সিরিয়াল, যেমন- ইষ্টিকুটুম, বিন্নি ধানের খই, জল নুপুর, কুসুম দোলা আরও অনেক। এই নতুন ধারাবাহিকের লিড চরিত্রে দেখতে পাওয়া যাবে অপরাজিতা ঘোষ এবং সুদীপ মুখোপাধ্যায়কে। কিন্তু, এখনও স্পষ্টভাবে জানা যায়নি এই ধারাবাহিকের গল্প। এমনকি, কবে এবং কোন সময় থেকে শুরু হচ্ছে তাও বিস্তারিত জানা যায়নি। কিন্তু, দর্শকদের মনে একটাই প্রশ্ন কোন সিরিয়ালের পরিবর্তে শুরু হতে চলেছে এই ধারাবাহিক?

TollyTales NewsDesk