জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেয়ে হ‌ওয়ার আনন্দে কেঁদেই চলেছে সদ্য বাবা পর্দার দুঁদে ভিলেন রুদ্ররূপ ওরফে সুদীপ! অভিজ্ঞতা ভাগ করলেন মা অনিন্দিতা

বাড়িতে হয়েছে মা লক্ষ্মীর আগমন, আনন্দে মশগুল এখন সরকার পরিবার। তারকা জুটির কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। কথা হচ্ছে টেলি দম্পতি সুদীপ সরকার (Sudip Sarkar) এবং অনিন্দিতা রায় চৌধুরীর (Anindita Roy Chowdhury)। এখন, দুই থেকে তিন হওয়ার স্বাদ উপভোগ করছেন এই জুটি।

গত ৩রা মার্চ ভূমিষ্ঠ হয়েছে অনিন্দিতা-সুদীপের একমাত্র সন্তান। গত সোমবার সকালে বাবা মা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবর ভাগ করে নেন সকলের সঙ্গে। তবে, এরপর এক সপ্তাহ কাটতে না কাটতেই সদ্যজাতর এক টুকরো ছবি নেট দুনিয়ায় ভাগ করে নেয় এই দম্পতি।

image 31

একটা ছোট্টো রিল ভিডিওর মাধ্যমে অনিন্দিতা-সুদীপ তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ার জগতে। কেমন ছিল আবেগঘন মুহূর্ত? ভিডিওতে দেখা যাচ্ছে, একদিকে অনিন্দিতা তৈরী অপারেশন থিয়েটারে ঢোকার জন্য অন্যদিকে আবার অধীর অপেক্ষায় রয়েছে দম্পতির আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবেরা। মেয়ে হয়েছে, কানে খবর আসতেই জলে চোখ ভাসালেন বাবা সুদীপ।

আরও ভিডিওতে দেখা যাচ্ছে, আবেগঘন সুদিনের চোখ মুছে দিচ্ছেন পরিবারের এক সদস্য। এই সময় চেঁচিয়ে উঠে একজন বলে, ‘পরী হয়েছে পরী’। এরপর, স্ত্রীকে চুম্বনের সহিত ভালোবাসায় ভরিয়ে দিতে দেখা যায় সুদীপকে। অভিনেত্রীকে ওটি-তে নিয়ে যাওয়া থেকে সন্তান জন্মানোর একটা বড়ো কাহিনী তুলে ধরেন ভিডিওর মাধ্যমে।

অভিনেত্রী অনিন্দিতা এই ভিডিওটি পোস্ট করে লেখেন, “Ok. So I know, this video is very very personal, খুব ব্যক্তিগত, খুব কাছের একটা memory, তাও post করতে ইচ্ছে হলো, oh goodness ভাবতেই পারছিনা। এক সপ্তাহ মানে সাত সাতটা দিন পেরিয়েও গেলো আমার মা হওয়ার, আর আমাদের রানী আমাদের পরী আমাদের মেয়ে আমাদের জীবনে অদ্ভুত সব দারুণ দারুণ দিন নিয়ে আসতে শুরু ও করে দিয়েছে”।

Piya Chanda