বর্তমানে, সমগ্র ইন্টারনেট (Internet) জুড়ে চলছে এখন একটা ভিডিও নিয়েই তোলপাড় অবস্থা। একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, লোকসমাজের সামনে অকপট অবস্থায় একটি প্রেমিক-প্রেমিকা জুটি একে অপরকে চুমু খাচ্ছে। এই ঘটনা ঘটতে দেখা গেছে এই তিলোত্তমার বুকে, কালীঘাট মেট্রো স্টেশনে। যথারীতি, এই ভিডিও ভাইরাল (Viral) হয়ে ওঠে নেটপাড়ায়।
এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কটাক্ষের মন্তব্য আসতে শুরু করে বিভিন্ন সমাজমাধ্যমের সাহায্যে। দূর থেকে এই ভিডিওটি করা হয়েছে বলে, এই জুটির মুখ ভিডিওতে বোঝা যায়নি। এই ভিডিওকে কেন্দ্র করে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত পরিচালক বিরসা দাসগুপ্ত তাঁর মন্তব্য প্রকাশ করেন। পরিচালক বলেন, “চুমু পায় ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায় স্নানের সময় গান পায় আদরের পরে সিগারেট পায় পড়তে বসলে ঘুম পায় তেমনই, তাই চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে কার বাপের কী?”
আবার বিরসার এই পোস্টকে ঘিরে একজন নেটিজেন বলেছেন, “আমাদের এখানে আসলে ধর্ষণটা বাস্তব। প্রকাশ্য রাস্তায় ধর্ষণ বা শ্লীলতাহানি হলেও কেউ ফিরে তাকায় না। কিন্তু দুজন প্রেমে পড়ে চুমু খেলেই মুশকিল।” এই সকল মন্তব্যের মাধ্যমেই বোঝা যাচ্ছে পরিচালক কতটা স্পষ্টবাদী।
আরও পড়ুনঃ সৃজন অতীত! ডায়মন্ডকে ছেড়ে এবার পুঁটির হাত ধরতে আসছে আয়ান, নিম ফুলে এন্ট্রি নেবে নতুন নায়ক
অন্যদিকে, আরেক সাধারণ মানুষের বক্তব্য, “এ দেশে ঘুষ খেলে কথা হয় না। চুমুতে হয়। হায় রে চুমু!’ তেমনই কেউ লিখেছেন, ‘তেমনই হিসু পেলেই হিসু করব, তাই তো?’ আরেকজন লিখলেন, ‘শালীনতা বোধের অভাব সব জায়গায় না সবকিছু করা যায় না।” বিরসার একটি পোস্ট পুরো এই কলকাতাবাসীকে উস্কে দিয়েছেন এমনকি অনেকেই পরিচালকের পক্ষ নিয়ে কথা বলছেন।