গল্পে আসছে নতুন চমক। জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Fuler Madhu) ধারাবাহিকে নিচ্ছে নতুন চরিত্রের এন্ট্রি। বাংলা টেলিভিশন জগতে প্রায় সমস্ত সিরিয়ালের মধ্যেই চলতে থাকে নানা ধরনের নাটকীয় দৃশ্য। কখনো মনে হয় অতিরঞ্জিত আবার কখনো মনে হয় অতি সাধারণ। কিন্তু অন্য দিকে আবার বাংলার সিরিয়াল প্রেমীরা এতোই নিখুঁত দর্শক যে, ছোটো থেকে ছোটো পরিবর্তন অনায়াসে ধরা পড়ে দর্শকদের চোখে।
বাংলা টেলিভিশন জগতে জি বাংলা উল্লেখযোগ্য অন্যতম জনপ্রিয় যা কিনা, বাংলার ধারাবাহিক প্রেমীদের মনে অন্যরকম স্থান দখল করে রয়েছে। টিভির পর্দায় সন্ধ্যে থেকে জি বাংলা খুলতেই পর পর শুরু হয়ে যায় ‘নিম ফুলের মধু’, ‘আনন্দী’, ‘জগদ্ধাত্রী’ আরও অনেক কিছু। সব সিরিয়াল গুলোর মধ্যে কিছু না কিছু নিয়ে চলতেই থাকে টানটান উত্তেজনা।
বর্তমানে এই মুহূর্তে সবথেকে বড় খবর, বদল ঘটছে অভিনেতার, কিন্তু কোন সিরিয়ালের?। এই সবেমাত্র কিছুদিন হল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে শুরু হয়েছে পুরো পরিবারের জীবনে নতুন অধ্যায়। পুঁটি বড়ো হয়ে গেছে, মায়ের বাবু গত কুড়ি বছর ধরে নিখোঁজ তাই নিঃসঙ্গতায় রয়েছে পর্ণা। দিদিকে আবার পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, বাবুর এন্ট্রি। পুরো ভুল এবং পরিচয় বদলে ফেলে ধারাবাহিকের দৃশ্যে এসেছেন রুবেল ওরফে সৃজন।
আরও পড়ুন: ‘সন্তান’ রিলিজের আগেই ‘সন্তান’ ইউভানের জন্য গর্বিত বাবা রাজ! চ্যাম্পিয়ন হয়ে ঘরে মেডেল আনল ছোট্ট ইউভান
এই মেগার বর্তমান অবস্থা দেখাচ্ছে দত্ত পরিবার পার করে ফেলেছে কুড়ি বছর। আবার, সৃজনের চরিত্রেরও বদল ঘটেছে। তাহলে কি এবার কোনো অভিনেতা বেরিয়ে যাচ্ছে সিরিয়াল থেকে নাকি এই ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে নতুন নায়কের। সেই অর্থে এখনও বুঝতে পারছেন না দর্শকেরা আগামী দিনে কী হতে চলেছে। আবার এই সব কিছুর মাঝে পুঁটির জীবনে আসতে চলেছে হিরোর এন্ট্রি। সেই হিরোই হবে কি তাঁর বাবা নাকি অন্য কেউ?