জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সন্তান’ রিলিজের আগেই ‘সন্তান’ ইউভানের জন্য গর্বিত বাবা রাজ! চ্যাম্পিয়ন হয়ে ঘরে মেডেল আনল ছোট্ট ইউভান

বাঙালির কাছে শীতকাল মানেই দিদার ঘোরাফেরা আনন্দ, পিকনিক এবং নতুন সিনেমা দেখা। এই ডিসেম্বরের মাসে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পেতে চলেছে দেব ও যীশু অভিনীত ‘খাদান’ এবং ঋত্বিক ও মিঠুন চক্রবর্তীর অভিনীত ‘সন্তান’। বর্তমান সময়ে যে যার মতন করে নিজের সিনেমার প্রমোশন করে বেড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে বাস্তবের মাটিতে দর্শকদের কাছে গিয়ে সিনেমার প্রমোশন করছেন ছবির কলাকুশলীসহ পরিচালকেরা।

ইতিমধ্যেই ‘সন্তান’ সিনেমার ট্রেলারের মাধ্যমে বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। ট্রেলার দেখে যতদূর বুঝতে পারা গিয়েছে, বয়স হয়ে গেলে বাবা-মা খানিক হয়ে যায় বাদের খাতায় ‘সন্তান’দের কাছে, এই বিষয়বস্তু নিয়েই তৈরী হয়েছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’। আর এই সিনেমা মুক্তির প্রাক্কালেই পরিচালক রাজ বেশ আবেগঘন হয়ে পড়েছেন তাঁর ছেলেকে নিয়ে।

বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রাজের পোস্ট করা একটি ফটো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। এত ছোট বয়সেই পরিচালকের ছেলে অর্থাৎ ইউভান মেডেল জিতেছে বলে বাবা হিসাবে তাঁর গর্বে বুক ভরে উঠছেন। স্কুলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইউভান। আনন্দের সঙ্গে গর্বিত বাবা রাজ।

গানের কলিতেই আছে, ‘পাপা কেহেতে বড়া নাম করেগা, বেটা হামারা এইসা কাম করেগা’, এই গান যেন একেবারেই এই সম্পর্কের অন্যতম নিদর্শন। রাজের কথায়, সফল সন্তান হওয়াটা যতটা গর্বের আবার সন্তানের সাফল্যে বাবা হিসাবে গর্বিত হওয়াটা কোনো অংশে কম নয়।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page