জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কটাক্ষ নিপাত যাক! সমস্ত বিতর্ককে পিছনে ফেলে সৌমীতৃষার দখলে সেরা নায়িকার শিরোপা

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকের অভিনয় থেকে সমাজে অভিনেত্রী হিসাবে পরিচিতি পেয়েছেন। আনন্দবাজার অনলাইনের (Anandabazar Online) ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে হাজির সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) ওরফে ‘মিঠাই’ (Mithai)।

বাংলা টেলিভিশনের সিরিয়াল জগতে প্রায় রোজই নিত্যনতুন ধারাবাহিক শুরু হতে দেখা যাচ্ছে টিভির পর্দায়। কোনো ধারাবাহিক জলে পাঁচ বছর, আবার কোনও সিরিয়ালে যবনিকা পড়তে দেখতে পাওয়া যায় পাঁচ মাস যেতে না যেতেই। এর মধ্যে আবার এমন বেশ কিছু মেগা হয় যেখানকার চরিত্র দর্শকদের মনে গীতি থাকে চিরকাল। তা হিন্দি ‘কুমকুম’ সিরিয়ালের চরিত্র কুমকুম হোক কিংবা বাংলা সিরিয়ালের ‘ বউ কথা কও’-এর মৌরি, এই সব ধরনের চরিত্র যা কিনা আজও সিরিয়াল প্রেমীদের মনের মণিকোঠায় উজ্জ্বলভাবে বিদ্যমান।

বর্তমানে, তেমনই এক সিরিয়াল জগতে হইচই ফেলে দেওয়ার মতন ধারাবাহিক ছিল সকলের প্রিয় ‘মিঠাই’। এই সিরিয়াল প্রায় টানা সাড়ে তিন বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। গত বছর শেষ হয়ে যাওয়া এই ধারাবাহিকের প্রায় প্রতিটা দৃশ্যই আজও ধারাবাহিক অনুরাগীদের মনে জীবন্ত। জি বাংলায় রমরমিয়ে চলা এই সিরিয়ালের মুখ্য চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা আদৃত রায় এবং সৌমীতৃষাকে।

এই সিরিয়ালের মাধ্যমেই মূলত মিঠাই অর্থাৎ সৌমীতৃষা পরিচিতি পায় বাংলার দর্শকদের কাছে। আজও সৌমীতৃষা মিঠাই বলেই স্বীকৃতি পায় সকলের কাছে। এরপর থেকেই অভিনেত্রী একের পর এক অভিনয়ের সুযোগ পায় বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজের পর্দায়। এর মাঝে অভিনেত্রীর অনেক সমালোচকেরাই ভিন্নভাবে সমালোচনা করে চলেছেন তাঁকে নিয়ে। এমনকি, অনেক সহকলাকুশলীরাও তাঁকে বেশ কটাক্ষ মন্তব্য করেছেন। অবশ্য, সেইসব মন্তব্য অভিনেত্রীর জীবনে খুব একটা প্রভাব ফেলেনি বলেই মনে করেন তিনি এবং তাঁর অনুরাগীরা।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া নজর রাখলে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন। আনন্দবাজার অনলাইনের ‘ বছরের বেস্ট-২০২৪’-এর অনুষ্ঠানে বিনোদন জগত থেকে সেরা শিল্পীর শিরোপা হয়েছেন। অ্যাওয়ার্ড পাওয়ার এই বিশেষ দিনে অভিনেত্রীর পরনে ছিল কালো ঝলমলে বডিকন ড্রেস সঙ্গে হালকা মেকআপ। স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জী সৌমীতৃষার হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে অভিনেত্রীকে কিছু বলতে বলায় বললেন, “সত্যিই আমার গলা কেঁপে যাচ্ছে।” অভিনেত্রী তার মনের কথা বলতে গিয়ে বললেন, “উপস্থিত সকলকে আমার প্রণাম। এখানে যাঁদের আমি দেখছি, যাঁরা পুরস্কার পাচ্ছেন, প্রত্যেকে খুব গুণী। তাঁদের প্রতিভার সামনে আমি অতি নগণ্য। আমি শুধু অভিনয়টুকু করতে পারি।” অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে আরও বলেন, “এমন সম্মানে ভূষিত হলে, আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। আরও এগিয়ে যেতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে যাতে আরও এগোতে পারি, সেই আশীর্বাদ দেবেন।”

TollyTales NewsDesk