জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিরাট চমক মিত্তির বাড়িতে! ঠাকুমার ইচ্ছেয় নাতিবাবুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বে জোনাকি! পরিবারের বিরুদ্ধে গিয়ে কিভাবে নায়িকাকে আপন করে নেবে নায়ক?

ব্রেকিং নিউজ! এই মুহূর্তের সব থেকে বড় খবর মিত্তির বাড়ির (Mittir Bari) ছেলের আচমকাই বিয়ে হতে চলেছে, কিন্তু কার সঙ্গে? বর্তমানে চলতে থাকা জি বাংলার (Zee Bangla) বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল হল ‘মিত্তির বাড়ি’। সবেমাত্র, কিছুদিন হল শুরু হয়েছে এই মেগা। আজকের দিনে ছোট ছোট পরিবারের জগতে পরিবারকে নিয়ে একসঙ্গে থাকার কথা বলে এই মিত্তির পরিবার। ভেঙে যাওয়া এক একান্নবর্তী পরিবারকে পুনরায় একত্রিত করার প্রয়াসের অন্যতম উদাহরণ এই ‘মিত্তির বাড়ি’।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী। এই সিরিয়ালের গল্পের প্রেক্ষাপট এমনই যে, দর্শকদের মন কাড়তে বাধ্য হয়েছে। দর্শকদের পছন্দ হওয়ার কারণে টিআরপির দৌড়ে বেশ ভালো স্থানই দখল করে রয়েছে এই ধারাবাহিক।

সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে সদ্য প্রকাশ পাওয়া এই সিরিয়ালের একটি প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে, আদৃত অর্থাৎ ধ্রুবর এংগেজমেন্ট হতে চলেছে তাঁর বাবার পছন্দ করা পাত্রী অর্থাৎ সঞ্জনার সঙ্গে। সঞ্জনার জন্মদিনের এই শুভক্ষণে হঠাৎই এসে হাজির হয় মিত্তির পরিবারের আশ্রিতা জোনাকির। পরবর্তীকালে সেই অনুষ্ঠানেই জোনাকির মুখ থেকে শুনতে পায় দাদুর অসুস্থতার কথা। কার্যত, সেই মুহূর্তেই আদৃত অর্থাৎ ধ্রুব অনুষ্ঠান মহল ছেড়ে বেরিয়ে যান জোনাকির সঙ্গে। এই দৃশ্য দেখে বড়ই অবাক হয় ধ্রুবর মা এবং বেজায় রেগে যায় তাঁর বাবা।

হন্তদন্ত হয়ে এসে দাদুর নাতি অর্থাৎ ধ্রুবর বাবা সমস্ত জামাকাপড় নিয়ে জোনাকির মুখের উপর ছুড়ে মারে। এমনকি জোনাকিকে বলেন, “আজ এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আজ তোমার জন্য আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে”। এই দেখে ধ্রুব বলেন, “এত রাতে অন্যের মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না”। এই বক্তব্য শুনে খানিক অবাক হলেন ‘মিত্তির বাড়ি’র কর্তৃ। ধ্রুবর দিদা বললেন, ” অন্যের মেয়েকি ঘরের মেয়ে করার আমার কাছে আর কোনো উপায় নেই দাদুভাই”। এমনকি, জোনাকির পাশে দাঁড়ানোর প্রস্তাবও রাখলেন দিদা।

তাহলে কি এবার ‘মিত্তির বাড়ি’তে আসতে চলেছে নতুন পরিবর্তন? আদৌ কি ধ্রুব ও জোনাকির বিয়ে হবে? এই প্রমো দেখেই ইতিমধ্যে মনের মধ্যে ভিন্ন প্রশ্নের দানা বাধঁতে শুরু করে দিয়েছে সিরিয়াল অনুরাগীদের মধ্যে।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page