স্টার জলসার ( Star Jalsha) সিরিয়াল ‘দুই শালিক’-এর (Dui Salik) জনপ্রিয় খলনায়িকার জীবনে আজ বড়োই খুশির দিন। ডাক্তার পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় ( Mallika Bandopadhyay)।
বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শুনতে ও দেখতে পাওয়া যাচ্ছে, প্রায়ই রোজ কেউ না কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সাত পাকে বাঁধা, বাগদান পর্বের সাথে সাথে বিবাহ সম্পর্কে যবনিকা পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে অনেক তারকা জুটির মধ্যে। রমরমা এই বিয়ের মরশুমে, ইতিমধ্যেই বেশ হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়ালের অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব চরিত্রের এই অভিনেত্রীকে নিয়ে এর আগে তেমন কোনো আলোচনা হয়নি। জীবনে চলার পথে এসেছে নানা বাধা, কিন্তু থেমে থাকেননি মল্লিকা। এগিয়ে গিয়েছেন আগামীর দিকে, এমনকি প্রেমের প্রতি আস্থাও তিনি হারাননি কোনো মতেই। প্রমাণ, তাঁর বর্তমানে করা এই রেজিস্ট্রি ম্যারেজ। চলতি বছরের গত রবিবার অর্থাৎ ১৫ই ডিসেম্বর পার্ক স্ট্রিটের এক পাঁচতারা হোটেলে অভিনেত্রীর আংটি বদল এবং আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্টার জলসার ‘গীতা এল এল বি’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী।
এই অভিনেত্রীর অতীত জীবনের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে, জীবনের চলার রাস্তা তাঁর খুব একটা মসৃণ ছিল না। মল্লিকা তাঁর প্রাথমিক জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে মেয়ের ৯ বছর বয়স থাকাকালীন সময় জানতে পারেন স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ফলত, সেই বিয়ে অভিনেত্রী টেকেনি। তারপর থেকেই চলছে তাঁর মেয়েকে নিয়ে একার লড়াই। বর্তমানে মেয়ে পড়ে ক্লাস টুয়েলভে। এতদিন মেয়ে ছিল তাঁর গোটা জগত, এখন সেই জগতে আগমন ঘটলো নতুন সদস্যের।
আবারও, নতুন করে প্রেমে পড়েছিলেন কিন্তু সেই প্রেমও বেশিদিন ছিল না মল্লিকার ভাগ্যে। এত সব কিছুর পরেও অভিনেত্রীর মনের গভীর ক্ষত সারিয়েছেন বর্তমান স্বামী রুদ্রজিৎ। বিয়ের দিন মেয়ে এবং দুই পরিবারকে সাক্ষী রেখে আনন্দের সঙ্গে জীবনের অন্যতম ইনিংসের সূচনা করলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শীতের রকমারি রান্নায় পিঁয়াজকলির মজাদার টুইস্ট, বানিয়ে দেখুন পেঁয়াজকলির ভর্তা, পকোড়া
বিশেষ দিনে অভিনেত্রীর পরনে ছিল সোনালী পারের সঙ্গে সাদা সিল্কের শাড়ি এবং সঙ্গে স্বামী রুদ্রজিৎ মানানসই ভাবে পড়েছিলেন সাদা পাঞ্জাবি। অভিনেত্রীর অলংকারে ছিল বিশেষ আকর্ষণ, হাতে-গলায় সোনার গয়না। মাথার টিকলি বিশেষ মাত্র যোগ করেছিল অভিনেত্রীর পুরো লুকে। এই দিন অভিনেত্রী আরও জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই জুটি সামাজিক বিয়েটা সেরে ফেলবেন। বিয়ের এই গ্র্যান্ড পার্টিতে ছোট পর্দার বহু পরিচিত মুখ উপস্থিত ছিল। এই মুহূর্তে ‘গীতা এলএলবি’, ‘দুই শালিক’-এর মতন জনপ্রিয় সিরিয়ালে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে।