জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পুষ্পা টু’কে বিট করল খাদান!’-১২৭০টা সিট্ হাউসফুল, সিঙ্গেল স্ক্রিন হল ভিজিট করে কী রইল দেবের প্রতিক্রিয়া

গত বছর ডিসেম্বর মাসের কুড়ি তারিখে মুক্তি পেয়েছে দেব-যিশু (Dev) অভিনীত ‘খাদান’ (Khaddan)। আজ জানুয়ারি মাসের মাঝামাঝি এসে প্রায় একমাস হতে চলল এই সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। বাঙালির মধ্য থেকে খাদানের রেষ কাটেনি এখনও। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সিনেমার প্রমোশন করা থেকে শুরু করে হল ভিজিট সবটার মধ্যেই রয়েছে নজিরবিহীন দৃশ্য।

বর্তমানে অভিনেতা দেব বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে বিশেষত সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে ভিজিট করছেন, সঙ্গ দিচ্ছে খাদান টিম। সাফল্যের আনন্দে মুখে হাসি সকলের। বিগত অনেক বছর পরে অ্যাকশন ফিল্ম নিয়ে হাজির হয়েছেন দেব। বাংলার অনেক সমালোচকদের মতে, এখনকার দিনে সেই অর্থে অ্যাকশন ফিল্ম হিট হয় না। কিন্তু সেইসব ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে খাদান।

এরই মাঝে, অভিনেতা দেব আরও এক খুশির খবর ভাগ করে নিল ভক্তদের সঙ্গে। দেবের মতে, এখনকার দিনে, লোকে ১৫০টা সিট্ ভরাতে হিমশিম খায় আর সেখানে ১২৭০টা সিট্ হাউসফুল হয়েছে। পুষ্পা টু সিনেমাতে দু’শো হাউসফুল হয়েছে আর তারপর খাদানের জন্য শো হাউসফুল হয়েছে। রাজ্যের বৃহত্তম সিনেমা হলও হাউস ফুল হয়েছে গতকাল। এক্ষেত্রে অভিনেতার মতে খাদান বিট করল ‘পুষ্পা টু’কে।

বর্তমানে সিনেমা এতটাই সাফল্য লাভ করেছে যে, এই সিনেমার প্রযোজকসহ পরিচালক খাদানের সিক্যুয়েল নিয়ে আসার ভাবনা চিন্তা করছেন। এই সিনেমার মাধ্যমে অভিনেতা বাংলার প্রতিটা সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়ে রাখার উদ্যোগে সিঙ্গেল স্ক্রিন হলে ভিজিট করছেন। হলের ভিতরে উপচে পড়া ভিড় দেখে অভিনেতার চোখে মুখে আনন্দের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে।

TollyTales Entertainment Desk